Top Newsজাতীয়

জুলাই গণঅভ্যুত্থানের স্মরণে ওসমানী উদ্যানে স্মৃতিস্তম্ভ নির্মাণের উদ্যোগ

মোহনা অনলাইন

জুলাই গণঅভ্যুত্থানের স্মরণে রাজধানীর ওসমানী উদ্যানে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসসিসি কর্মকর্তারা জানান, ২০২৩ সালের ১৯ নভেম্বর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) উপদেষ্টা ওসমানী উদ্যান পরিদর্শনকালে এ স্মৃতিস্তম্ভ নির্মাণে সরকারের আগ্রহের কথা জানান। প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্ব পেয়েছে ডিএসসিসি, এবং এর সম্পূর্ণ ব্যয় বহন করা হবে সরকারি তহবিল থেকে।

অনুমোদিত নকশা অনুযায়ী, মূল স্মৃতিস্তম্ভটি হবে ৯০ ফুট উচ্চতার একটি ব্রোঞ্জের স্তম্ভ, যা স্থাপন করা হবে একটি গোলাকার প্ল্যাটফর্মের ওপর। স্তম্ভের গায়ে খোদাই করা থাকবে জুলাই অভ্যুত্থানে শহীদদের নাম। স্তম্ভটির গোড়ায় থাকবে অর্ধ-বৃত্তাকার ভাস্কর্য, যেখানে ব্রিটিশ শাসনকাল, ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো চিত্রায়িত হবে।

উদ্যানে প্রবেশদ্বারে নির্মাণ করা হবে ‘২৪’ সংখ্যার আদলে একটি স্মারক ফটক, যা অভ্যুত্থানের তারিখকে স্মরণ করিয়ে দেবে। এ ছাড়া উদ্যানে থাকবে হাঁটার পথ, শহীদদের নামসহ একটি এপিটাফ এবং দৃষ্টিনন্দন বাগান।

ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মো. জিল্লুর রহমান বলেন, “ঢাকার অনেক পার্কে স্মৃতিস্তম্ভ থাকলেও ওসমানী উদ্যানে তেমন কিছু নেই। সচিবালয় ও নগর ভবনের মতো গুরুত্বপূর্ণ স্থাপনার কাছে হওয়ায়, এ উদ্যানে স্মৃতিস্তম্ভ নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

ডিএসসিসি সূত্র জানায়, স্মৃতিস্তম্ভের নকশা চূড়ান্ত করা হয়েছে এবং দরপত্র আহ্বান করা হয়েছে। আগামী ১৮ মে দরপত্র খোলা হবে। এরপর প্রায় দুই সপ্তাহের মধ্যে দরপত্র মূল্যায়ন প্রক্রিয়া সম্পন্ন করে দ্রুত নির্মাণ কাজ শুরু করার পরিকল্পনা রয়েছে। ছয় মাসের মধ্যে—অর্থাৎ জুন থেকে ডিসেম্বরের মধ্যে—প্রকল্পটি সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, তবে এর আগেই কাজ শেষ করার চেষ্টা চলবে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button