Top Newsজাতীয়

বিমানবন্দর থেকে ফিরোজার পথে খালেদা জিয়া

মোহনা অনলাইন

দীর্ঘ চার মাস চিকিৎসা শেষে যুক্তরাজ্যের লন্ডন থেকে দেশে ফিরেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। আজ মঙ্গলবার (৬ মে) সকাল ১০টা ৩৮ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাতারের আমিরের বিশেষ একটি ফ্লাইটে তিনি ঢাকায় অবতরণ করেন।

বিমানবন্দরে বিএনপির জ্যেষ্ঠ নেতারা তাঁকে স্বাগত জানান। পরে সকাল ১১টা ৫ মিনিটে তিনি গাড়িতে ওঠেন এবং গুলশানের বাসভবন ‘ফিরোজা’র উদ্দেশে রওনা হন।

যাত্রাপথ:
বিমানবন্দর থেকে লা মেরিডিয়ান হোটেল, খিলক্ষেত, হোটেল রেডিসন, আর্মি স্টেডিয়াম, বনানী কবরস্থান, কাকলী মোড়, বনানী শেরাটন হোটেল, বনানী কাঁচাবাজার, গুলশান-২ গোলচত্বর ও গুলশান অ্যাভিনিউ রোড হয়ে ৮০ নম্বর সড়কের ১ নম্বর বাড়ি ‘ফিরোজা’য় পৌঁছাবেন তিনি।

অভ্যর্থনার প্রস্তুতি ও অবস্থান:
বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে তাঁকে স্বাগত জানান:

  • মহানগর উত্তর বিএনপি: বিমানবন্দর থেকে লা মেরিডিয়ান হোটেল পর্যন্ত

  • ছাত্রদল: লা মেরিডিয়ান হোটেল থেকে খিলক্ষেত পর্যন্ত

  • যুবদল: খিলক্ষেত থেকে হোটেল রেডিসন পর্যন্ত

  • মহানগর দক্ষিণ বিএনপি: রেডিসন থেকে আর্মি স্টেডিয়াম পর্যন্ত

  • স্বেচ্ছাসেবক দল: আর্মি স্টেডিয়াম থেকে বনানী কবরস্থান পর্যন্ত

  • কৃষক দল: বনানী কবরস্থান থেকে কাকলী মোড় পর্যন্ত

  • শ্রমিক দল: কাকলী মোড় থেকে বনানী শেরাটন হোটেল পর্যন্ত

  • ওলামা দল, তাঁতী দল, জাসাস, মৎস্যজীবী দল: শেরাটন হোটেল থেকে বনানী কাঁচাবাজার পর্যন্ত

  • মুক্তিযোদ্ধা দল ও পেশাজীবী সংগঠনসমূহ: বনানী কাঁচাবাজার থেকে গুলশান-২ পর্যন্ত

  • মহিলা দল: গুলশান-২ গোলচত্বর থেকে গুলশান অ্যাভিনিউ পর্যন্ত

  • বিএনপি জাতীয় নির্বাহী কমিটির নেতারা: গুলশান-২ গোলচত্বর থেকে গুলশান অ্যাভিনিউ পর্যন্ত

  • বিভিন্ন জেলা থেকে আগত নেতাকর্মীরা: সুবিধামতো স্থানে অবস্থান করবেন

প্রসঙ্গত, উন্নত চিকিৎসার জন্য গত ৮ জানুয়ারি লন্ডনে যান খালেদা জিয়া। লন্ডন ক্লিনিকে ১৭ দিন ভর্তি থাকার পর ২৫ জানুয়ারি থেকে তিনি তাঁর ছেলে তারেক রহমানের বাসায় অবস্থান করছিলেন। সেখানে লন্ডন ক্লিনিকের চিকিৎসক অধ্যাপক প্যাট্রিক কেনেডি ও অধ্যাপক জেনিফার ক্রসের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button