ভারত অধিকৃত কাশ্মীর সীমান্তে গভীর রাতে ভারতীয় বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় পাকিস্তানের আজাদ কাশ্মীরসহ অন্তত নয়টি স্থানে আঘাত হেনেছে। পাকিস্তান সেনাবাহিনীর দাবি অনুযায়ী, বুধবার (৭ মে) পর্যন্ত এই হামলায় অন্তত আটজন বেসামরিক নাগরিক নিহত এবং ৩৫ জন আহত হয়েছেন। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এই হামলাকে ‘স্পষ্ট আগ্রাসন’ হিসেবে আখ্যা দিয়েছে।
আইএসপিআর মহাপরিচালক মেজর জেনারেল আহমেদ শরীফ এক সংবাদ সম্মেলনে জানান, কোটলিতে মসজিদ-ই-আব্বাসে হামলায় ১৬ বছর বয়সী এক কিশোরী ও ১৮ বছর বয়সী এক যুবক নিহত হয়েছেন। একই শহরে আরেক হামলায় এক নারী ও তার মেয়ে আহত হয়েছেন। এছাড়া মুরিদকেতে একটি মসজিদে হামলায় একজন নিহত ও একজন আহত হন। সেখানে চারটি পৃথক হামলার ঘটনায় আরও একজন নিহত, একজন আহত এবং দুইজন নিখোঁজ রয়েছেন। একটি আবাসিক ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে।
জেনারেল শরীফ আরও জানান, ভারতীয় বাহিনী মসজিদের পাশাপাশি বেসামরিক স্থাপনা ও স্বাস্থ্যকেন্দ্রও লক্ষ্য করেছে। শকরগড়ে দুটি হামলায় একটি স্থানীয় চিকিৎসাকেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। শিয়ালকোটের কোটলি লোহারান গ্রামে একটি গোলা পড়লেও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। অন্য দুটি গোলার মধ্যে একটি বিস্ফোরিত হয়নি এবং অপরটি জনবসতিহীন স্থানে বিস্ফোরিত হয়েছে।



