ভারতের মিসাইল হামলার পাল্টা জবাবে দেশটির পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তান। দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আরও জানান, কয়েকজন ভারতীয় সেনাকে যুদ্ধবন্দি হিসেবে আটক করা হয়েছে। খবর আনাদলু এজেন্সির।
শুরুতে তিনটি যুদ্ধবিমান ভূপাতিত করার খবর দিলেও, পরে প্রতিরক্ষামন্ত্রী জানান, মোট পাঁচটি যুদ্ধবিমান ধ্বংস করা হয়েছে।
খাজা আসিফ বলেন, “যদি এসব শত্রুতাপূর্ণ কর্মকাণ্ড বন্ধ হয়, আমরা অবশ্যই ভারতের সঙ্গে সংলাপে আগ্রহী। আমরা চাই না পরিস্থিতি আরও খারাপ হোক। তবে যদি ভারতের পক্ষ থেকে আগ্রাসন চালানো হয়, তাহলে আমাদের পাল্টা জবাব দিতেই হবে।”
পাকিস্তানের দাবি অনুযায়ী, যুদ্ধবিমান ধ্বংসের পাশাপাশি ভারতীয় সেনাবাহিনীর একটি ব্রিগেড সদরদপ্তরে হামলা চালানো হয়েছে। ইসলামাবাদের পক্ষ থেকে জানানো হয়, মঙ্গলবার মধ্যরাতে ভারতের মিসাইল হামলার পর তাৎক্ষণিকভাবে পাল্টা হামলা চালানো হয়। পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর একটি সূত্র সরকারি টেলিভিশন চ্যানেল পিটিভিকে জানিয়েছে, ভারতীয় ওই ব্রিগেড সদরদপ্তর সম্পূর্ণ ধ্বংস করা হয়েছে।
এছাড়া সীমান্তবর্তী এলওসি-র দুদনিয়াল সেক্টরে একটি ভারতীয় সেনা চৌকি মিসাইল হামলায় ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে দৈনিক এক্সপ্রেস ট্রিবিউন। পাকিস্তানের দাবি, একটি ভারতীয় ড্রোনও তারা ভূপাতিত করেছে।
প্রসঙ্গত, গত ২২ এপ্রিল জম্মু-কাশ্মিরের পেহেলগাঁও এলাকায় বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হন। ভারত এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করলে দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে, যার চূড়ান্ত রূপ দেখা যায় মঙ্গলবার রাতের সংঘাতে।



