পাকিস্তানের বিভিন্ন স্থানে ভারতের চালানো ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৭০ জন ‘সন্ত্রাসী’ নিহত হয়েছে বলে দাবি করেছে নয়াদিল্লি। বুধবার সরকারি সূত্রের বরাতে এই খবর প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
ভারত দাবি করেছে, জম্মু-কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার প্রতিশোধ নিতে তারা পাকিস্তান অধিকৃত কাশ্মীরের নয়টি স্থানে ‘অপারেশন সিন্দুর’ নামের এই সামরিক অভিযান চালায়। এ সময় ২৪টি ক্ষেপণাস্ত্র ব্যবহার করে মুজাফফরাবাদ, কোটলি, বাহাওয়ালপুর, রাওয়ালকোট, চকস্বরী, ভিম্বার, নীলম ভ্যালি, ঝিলাম ও চকওয়ালে হামলা চালানো হয়।
ভারতের দাবি অনুযায়ী, অভিযানে লস্কর-ই-তৈয়বা ও জইশ-ই-মোহাম্মদের ঘাঁটিকে লক্ষ্য করে নিখুঁত হামলা চালানো হয়। এতে আরও অন্তত ৬০ জন আহত হয়েছে।
তবে পাকিস্তান ভারতের এই হামলাকে বেসামরিক জনগণের ওপর হামলা বলে অভিহিত করেছে। ইসলামাবাদের দাবি, হামলায় অন্তত ২৬ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে রয়েছে তিন বছরের এক শিশু ও একাধিক নারী। দুইটি মসজিদও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি পাকিস্তানের।
ঘটনার পর পাল্টা জবাবে পাকিস্তানও সামরিক পদক্ষেপ নেয়। দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ জানিয়েছেন, ভারতের হামলার জবাবে পাকিস্তান সেনাবাহিনী পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে। একইসঙ্গে ভারতের ভূখণ্ডে চালানো পাল্টা হামলায় তিনজন নিহত হওয়ার তথ্যও দিয়েছেন তিনি।



