Top Newsআন্তর্জাতিক

ভারতের চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করল পাকিস্তান, হামলার তীব্র প্রতিবাদ

মোহনা অনলাইন

ভারতের বিরুদ্ধে হামলার অভিযোগ এনে ইসলামাবাদে নিযুক্ত ভারতের চার্জ দ্য অ্যাফেয়ার্স গীতিকা শ্রীবাস্তবকে তলব করেছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। বুধবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

পাকিস্তান সরকার জানিয়েছে, “পাকিস্তান এবং পাকিস্তান নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের একাধিক স্থানে বিনা উসকানিতে ভারতের সামরিক আগ্রাসনের তীব্র প্রতিবাদ জানাতেই” এই কূটনৈতিক তলব করা হয়।

বিবৃতিতে আরও বলা হয়েছে, “ভারতের এই প্রকাশ্য আগ্রাসন পাকিস্তানের সার্বভৌমত্বের সুস্পষ্ট লঙ্ঘন। এটি জাতিসংঘ সনদ, আন্তর্জাতিক আইন এবং আন্তর্জাতিক সম্পর্কের প্রচলিত রীতিনীতির পরিপন্থী।”

এছাড়া ভারত সরকারের উদ্দেশে বলা হয়, পাকিস্তানের বিরুদ্ধে আনা শত্রুসুলভ আচরণের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এবং ইসলামাবাদ তা ঘৃণাভরে প্রত্যাখ্যান করছে। ভারতের এই ধরনের বেপরোয়া আচরণ আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য গুরুতর হুমকি বলেও সতর্ক করে পাকিস্তান।

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ জানান, ভারতের সাম্প্রতিক হামলায় পাকিস্তানে অন্তত ২৬ জন বেসামরিক নাগরিক নিহত এবং ৪৬ জন আহত হয়েছেন।

তিনি জানান, ছয়টি অঞ্চলে এসব হতাহতের ঘটনা ঘটে। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে ভাওয়ালপুরের আহমেদপুর এলাকায়, যেখানে ১৩ জন নিহত হন। নিহতদের মধ্যে রয়েছে দুই শিশু, সাতজন নারী ও চারজন পুরুষ।

আহত ৩৭ জনের মধ্যে ৯ জন নারী এবং ২৮ জন পুরুষ বলে জানান তিনি।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button