ভারত শাসিত জম্মু ও কাশ্মীরে তিনটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসনের চারটি সূত্র। বার্তা সংস্থা রয়টার্স ও এএফপি উভয়েই এ খবর নিশ্চিত করেছে। ভারতীয় সামরিক বাহিনীর একটি সূত্র জানিয়েছে, দুটি বিমান জম্মু ও কাশ্মীরে এবং একটি পাঞ্জাবে ভূপাতিত হয়েছে। তবে এই দুর্ঘটনার কারণ এবং পাইলটদের অবস্থা সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।
এ ঘটনাগুলো ঘটে ভারত-পাকিস্তান সীমান্তে টানা উত্তেজনার পর, যা গতরাতে সংঘর্ষে রূপ নেয়। ভারত সরকার দাবি করেছে, তারা পাকিস্তানের সীমান্তবর্তী সন্ত্রাসীদের নয়টি লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, মধ্যরাতের পর কোটলি, ভাওয়ালপুর, মুরিদকে, বাগ ও মুজাফফরাবাদে এসব হামলা হয়েছে।
পাকিস্তান বলেছে, তারা এর পাল্টা জবাব দেওয়া শুরু করেছে এবং দাবি করেছে, ভারতের পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে। পাকিস্তানের সেনাবাহিনী জানিয়েছে, এসবের মধ্যে রয়েছে তিনটি ফরাসি রাফাল, একটি রাশিয়ান সু-৩০ এবং একটি মিগ-২৯ যুদ্ধবিমান।
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ ব্লুমবার্গ টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, ভারতের পাঁচটি বিমান, বেশ কিছু ড্রোন ও নিয়ন্ত্রণরেখা (এলওসি) বরাবর কয়েকটি ফাঁড়ি ধ্বংস করা হয়েছে।
এ পর্যন্ত পাওয়া তথ্যে, পাকিস্তানে আটজন নিহত ও ৩৫ জন আহত হয়েছে বলে জানানো হয়েছে। অন্যদিকে, পাকিস্তানের গোলাবর্ষণে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরেও আটজন নিহত এবং ২৯ জন আহত হওয়ার খবর দিয়েছে এএফপি।



