
কাশ্মিরের পহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার দুই সপ্তাহ পর সামরিক সংঘাতে জড়ালো ভারত ও পাকিস্তান। চলমান উত্তেজনাকর পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
বুধবার (৭ মে) এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বাংলাদেশ সরকার ভারত-পাকিস্তান পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে এবং এতে গভীর উদ্বেগ প্রকাশ করছে। বিবৃতিতে উভয় পক্ষকে শান্ত থাকার পাশাপাশি সংযম প্রদর্শনের আহ্বান জানানো হয়। একই সঙ্গে পরিস্থিতি আরও উত্তপ্ত করতে পারে এমন যেকোনো ধরনের পদক্ষেপ থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়।
বিবৃতিতে আরও বলা হয়, আঞ্চলিক শান্তি, সমৃদ্ধি ও স্থিতিশীলতার চেতনায় বাংলাদেশ আশাবাদী যে কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে উত্তেজনা কমে আসবে এবং শেষ পর্যন্ত এই অঞ্চলের মানুষের কল্যাণে শান্তি প্রতিষ্ঠিত হবে।