Top Newsআন্তর্জাতিক

ভারত-পাকিস্তানকে সংঘর্ষ থামাতে বললেন ট্রাম্প

মোহনা অনলাইন

ভারতের চালানো ক্ষেপণাস্ত্র হামলায় পাকিস্তান ও পাকিস্তান-শাসিত আজাদ কাশ্মিরে অন্তত ৩১ জন নিহত হয়েছে বলে দাবি করেছে পাকিস্তান সরকার। এই ঘটনার পর দেশটির সামরিক বাহিনীকে পাল্টা হামলার অনুমোদন দিয়েছে ইসলামাবাদ।

পাকিস্তানের পক্ষ থেকে জানানো হয়েছে, এই হামলার “মূল্য দিতে হবে” ভারতকে। এমন উত্তেজনাকর পরিস্থিতিতে উভয় পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বৃহস্পতিবার (৮ মে) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, “আমি দুই দেশকেই ভালোভাবে চিনি। আমি চাই তারা নিজেদের মধ্যে বিষয়গুলো মিটিয়ে নিক। আমি চাই তারা এই সংঘাত বন্ধ করুক।”

তিনি আরও বলেন, “আমি যদি কোনোভাবে সাহায্য করতে পারি, তাহলে অবশ্যই পাশে থাকব।”

এর আগে বুধবার রাতভর পাকিস্তানের আজাদ কাশ্মিরসহ নয়টি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। এতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১ জনে।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় প্রেসিডেন্ট ট্রাম্প এই হামলাকে “লজ্জাজনক” বলে অভিহিত করেন এবং আশাবাদ ব্যক্ত করেন যে পারমাণবিক শক্তিধর দুই দেশের মধ্যে সম্ভাব্য সংঘর্ষ “খুব দ্রুত” শেষ হবে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button