Top Newsজাতীয়

টিউলিপ সিদ্দিককে দুদকে তলব

মোহনা অনলাইন

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পর এবার তার ভাগ্নি ও যুক্তরাজ্যের সংসদ সদস্য টিউলিপ রিজওয়ান সিদ্দিককে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

ইস্টার্ন হাউজিং লিমিটেডের কাছ থেকে ঘুষ হিসেবে ফ্ল্যাট নেওয়ার অভিযোগে দায়ের করা এক মামলায় তাকে আগামী ১৪ মে সকাল ১০টায় দুদকের প্রধান কার্যালয়ে উপস্থিত হতে বলা হয়েছে। ৭ মে পাঠানো নোটিশটি ধানমন্ডি ও গুলশান-২ এর ঠিকানায় পাঠানো হয়েছে বলে জানা গেছে।

একই মামলায় রাজউকের সাবেক সহকারী আইন উপদেষ্টা শাহ মো. খসরুজ্জামান ও সর্দার মোশারফ হোসেনকেও একই দিনে দুদকে হাজির হতে বলা হয়েছে।

এর আগে, বিমানবন্দরের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও ৮ মে জিজ্ঞাসাবাদের জন্য তলব করে দুদক।

১৫ এপ্রিল দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে টিউলিপ সিদ্দিকসহ রাজউকের দুই কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেন সংস্থার সহকারী পরিচালক মনিরুল ইসলাম। মামলায় অভিযোগ করা হয়, গুলশানের একটি প্লট অবৈধভাবে হস্তান্তরের মাধ্যমে ইস্টার্ন হাউজিংয়ের কাছ থেকে ঘুষ হিসেবে ফ্ল্যাট গ্রহণ করেছেন আসামিরা।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button