নারীবিষয়ক সংস্কার কমিশনের কিছু প্রস্তাবে সংসার অশান্তি, নারী-পুরুষের মধ্যে বিরোধ এবং সমাজে বেহায়াপনা বাড়বে—এমন আশঙ্কা জানিয়ে এসব প্রস্তাব বাতিলের দাবি জানিয়েছে সম্মিলিত নারী প্রয়াস।
বৃহস্পতিবার (৮ মে) জাতীয় প্রেস ক্লাবের সামনে শতাধিক নারীর উপস্থিতিতে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানানো হয়।
বক্তারা বলেন, সংস্কার কমিশনের প্রস্তাবে ইসলাম ধর্ম অনুযায়ী নারীর মর্যাদা ক্ষুণ্ন হতে পারে। তারা প্রশ্ন তোলেন—জুলাই অভ্যুত্থানে সব ধরনের নারীর অংশগ্রহণ থাকলেও সংস্কার প্রস্তাবে সমাজের বৃহৎ নারী জনগোষ্ঠীর অভিব্যক্তি উপেক্ষিত হয়েছে।
তারা আরও জানান, এসব প্রস্তাব নারীর প্রকৃত অধিকার রক্ষার পরিবর্তে সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি করছে, যা পারিবারিক বন্ধন ও সামাজিক ভারসাম্যে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। বক্তারা দ্ব্যর্থহীনভাবে বলেন, কোরআনের নির্ধারিত নীতিমালার বাইরে গিয়ে কোনো সংস্কার প্রস্তাব গ্রহণযোগ্য নয়।
সম্মিলিত নারী প্রয়াসের সভানেত্রী ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. শামীমা তাসনীমের সভাপতিত্বে মানববন্ধনে চিকিৎসক, শিক্ষিকা, রাজনৈতিক নেতা, মানবাধিকার কর্মী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন পেশার মানুষ অংশ নেন।



