Top Newsজাতীয়

আমাদের সীমান্ত সম্পূর্ণ নিরাপদ, ভয়ের কোন কারণ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

মোহনা অনলাইন

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, “আমাদের সীমান্ত সম্পূর্ণ নিরাপদ। সীমান্ত এলাকায় কোনো ভয়ের কারণ নেই। কৃষকরা নিশ্চিন্তে ধান কাটতে পারবেন।”

বৃহস্পতিবার দুপুরে দিনাজপুরের বিরল উপজেলার মোকলেছপুর ইউনিয়নের ঢেলপীর ব্লকে বোরো ব্রি-৮৮ ধান কর্তন উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, “এক সময় দেশে সাড়ে ৭ কোটি মানুষ ছিল, তখন কৃষি জমির পরিমাণ বেশি ছিল। এখন জনসংখ্যা ১৮ কোটির বেশি, অথচ কৃষি জমি কমে গেছে। তবে উন্নত জাত ও কৃষি বিজ্ঞানীদের পরিশ্রমে খাদ্য উৎপাদন বেড়েছে।”

কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত ও উৎপাদন খরচ কমানোর ওপর গুরুত্ব দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “উচ্চপদস্থদের দুর্নীতি কমাতে হবে। কৃষি জমি রক্ষায় নতুন আইন করা হবে। শিগগিরই ভূমি ব্যবহার নীতিমালা ও কৃষি জমি সুরক্ষা আইন প্রণয়ন করা হবে।”

এ সময় তিনি কৃষকদের সঙ্গে ধান কাটায় অংশ নেন এবং বলেন, “উঠান বৈঠকের জন্য সরকারের পক্ষ থেকে বিপুল অর্থ বরাদ্দ দেওয়া হয়। এ অর্থ আত্মসাৎ করবেন না। জনগণকে সচেতন করুন, তা না হলে টিকে থাকতে পারবেন না।”

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button