আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আজ (শুক্রবার) বাদ জুমা বড় জমায়েতের ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ যমুনার সামনে চলমান বিক্ষোভ কর্মসূচি থেকে এ কর্মসূচির ঘোষণা দেন। তিনি বলেন, “সার্ক ফোয়ারার সামনে মঞ্চ নির্মাণের কাজ শুরু হয়েছে। সেখানে বাদ জুমা জনসমুদ্র হবে। আজকে তারা বুঝতে পারবেন কারা আওয়ামী লীগ নিষিদ্ধ চায়।”
জমায়েত সফল করতে যমুনার পূর্ব পাশে ফোয়ারার সামনে ৫টি ট্রাক একত্র করে সামিয়ানা দিয়ে অস্থায়ী মঞ্চ নির্মাণ করা হচ্ছে। শুক্রবার (৯ মে) সকাল ১০টার দিকে শ্রমিকরা মঞ্চ নির্মাণে ব্যস্ত ছিলেন।
এদিকে, কর্মসূচিকে কেন্দ্র করে হোটেল ইন্টারকন্টিনেন্টাল থেকে কাকরাইল মসজিদমুখী সড়কে যান চলাচল বন্ধ করে দিয়েছে পুলিশ। রাস্তায় ব্যারিকেড বসানো হয়েছে।
গতকাল (বৃহস্পতিবার) রাত থেকেই যমুনার সামনে বিক্ষোভ চালিয়ে যাচ্ছে এনসিপি। আজ সকাল সাড়ে ৯টার দিকে দেখা গেছে, যমুনার প্রধান ফটকের সামনে দলটির নেতাকর্মীরা আওয়ামী লীগ ও শেখ হাসিনার বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন। জমায়েতে দল-মত নির্বিশেষে সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন হাসনাত আবদুল্লাহ।



