Top Newsরাজনীতিসংবাদ সারাদেশ

সারাদেশে গণজমায়েতের ডাক দিয়েছেন হাসনাত আবদুল্লাহ

মোহনা অনলাইন

আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার দাবিতে আজ (শনিবার) সারাদেশে গণজমায়েতের ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। গতকাল (৯ মে) রাতে রাজধানীর শাহবাগে এক অবস্থান কর্মসূচি থেকে দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এই কর্মসূচি ঘোষণা করেন।

হাসনাত আবদুল্লাহ জানান, বৃহস্পতিবার রাত ১০টা থেকে তারা অবস্থান কর্মসূচি শুরু করেছেন এবং তা ২৫ ঘণ্টা অতিক্রম করেছে। এই কর্মসূচির শেষ কোথায় তা তারা জানেন না— যতক্ষণ না পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা হয়, ততক্ষণ অবস্থান চলবে বলে জানান তিনি।

তিনি বলেন, “আমরা তিন দফা দাবি দিয়েছি। প্রথমত, আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা ও নিষিদ্ধ করতে হবে। দ্বিতীয়ত, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে দলটির বিরুদ্ধে দলগত বিচারের ব্যবস্থা নিতে হবে। তৃতীয়ত, ‘জুলাইয়ের ঘোষণাপত্র’ প্রকাশ করতে হবে।”

এনসিপির ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আজ শনিবার বিকেল ৩টায় শাহবাগে বড় গণজমায়েত হবে। একই সঙ্গে দেশের প্রতিটি আন্দোলনকেন্দ্রিক ‘জুলাই পয়েন্ট’-এও গণজমায়েত অনুষ্ঠিত হবে। এ আন্দোলনকে তিনি ‘বাংলাদেশ পন্থী বনাম ফ্যাসিবাদ পন্থী’ লড়াই হিসেবে অভিহিত করেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button