Top Newsজাতীয়

শাহবাগে দ্বিতীয় দিনের মতো চলছে ছাত্র-জনতার বিক্ষোভ

মোহনা অনলাইন

আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধসহ তিন দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো শাহবাগে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন ছাত্র-জনতা। গতকাল (৯ মে) বিকেলে শুরু হওয়া এই আন্দোলন আজ সকালেও চলমান রয়েছে, যদিও ভোরের পর উপস্থিতি কিছুটা কমে এসেছে।

আন্দোলনকারীরা ‘ব্যান ব্যান, আওয়ামী লীগ ব্যান’ এবং ‘আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’—এই ধরনের স্লোগান দিতে দিতে অবস্থান চালিয়ে যাচ্ছেন। শাহবাগ মোড়ে অবস্থানরত কয়েকশ শিক্ষার্থী ও সাধারণ মানুষ ব্যারিকেডের মধ্যে সড়কে বসে ও শুয়ে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন। তবে রাতভর অবস্থানের পর অনেকেই এলাকা ছেড়েছেন।

আন্দোলনের কারণে শাহবাগ মোড়ের চারপাশের সড়কগুলোতে যান চলাচল বন্ধ রয়েছে। নিরাপত্তার স্বার্থে ব্যারিকেড দিয়ে সব ধরনের যান চলাচল নিয়ন্ত্রণে রাখা হয়েছে, ফলে ওই এলাকায় তীব্র যানজট দেখা দিয়েছে।

উল্লেখ্য, গতকাল বিকেল ৪টা ৪৫ মিনিটে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর আহ্বানে আন্দোলনকারীরা শাহবাগ মোড়ে এসে অবস্থান নেয়। পূর্বে ইন্টারকন্টিনেন্টাল হোটেল মোড়ের পাশের একটি মঞ্চ থেকে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি।

রাত ১১টার দিকে হাসনাত আবদুল্লাহ আজ (১০ মে) বিকেল ৩টায় গণজমায়েতের ডাক দেন এবং টানা অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button