ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লিভিট এক বিবৃতিতে জানান, পরিস্থিতি ক্রমেই জটিল আকার ধারণ করায় মার্কিন পররাষ্ট্র সচিব ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মার্কো রুবিয়ো দুই দেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে যোগাযোগ রাখছেন।
বিবৃতিতে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উভয় দেশের সঙ্গে তাঁর সুসম্পর্ক কাজে লাগিয়ে সংকট নিরসনে ভূমিকা রাখতে প্রস্তুত। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, “আমি চাই ভারত ও পাকিস্তান সংঘাতে না গিয়ে শান্তিপূর্ণ সমাধানে আসুক। যদি আমার কোনো সাহায্য প্রয়োজন হয়, আমি অবশ্যই তা করব।”
সম্প্রতি পেহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার পর যুক্তরাষ্ট্র ভারতের পাশে থাকার আশ্বাস দেয় এবং ট্রাম্প হামলাটির কঠোর নিন্দা করেন। যদিও পাকিস্তান ওই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে।
হোয়াইট হাউসে এক বক্তব্যে ট্রাম্প বলেন, “পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। আমি উভয় দেশের নেতাদের চিনি এবং তাদের সঙ্গে কাজ করতে পারি। শান্তি ফিরিয়ে আনাই এখন সবচেয়ে জরুরি।”
যুক্তরাষ্ট্র শুরু থেকেই ভারত ও পাকিস্তানের মধ্যে কূটনৈতিক আলোচনার মাধ্যমে উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়ে আসছে। বর্তমানে মার্কো রুবিয়ো দুই দেশের নেতাদের সঙ্গে যোগাযোগ রেখে সমাধানের পথ খুঁজছেন।



