Top Newsজাতীয়

পরিবারে মা হচ্ছেন এক বিস্ময়কর প্রতিষ্ঠান: তারেক রহমান

মোহনা অনলাইন

বিশ্ব মা দিবস উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মায়েদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। গতকাল রাতে এক ফেসবুক পোস্টে তিনি মা সম্পর্কে আবেগঘন বার্তা দেন।

তারেক রহমান বলেন, “পরিবারে মা হচ্ছেন এক বিস্ময়কর প্রতিষ্ঠান। মহীয়সী মায়ের শিক্ষাতেই শিশুর ভবিষ্যৎ নির্মিত হয়। মা দিনের সব অবসাদ, ক্লান্তি ঘুচিয়ে সংগ্রামের মধ্যেও সন্তানকে আগলে রাখেন। সন্তানের আত্মাকে করেন নির্মল, স্বচ্ছ ও পবিত্র।”

তিনি বলেন, “বিশ্ব মা দিবস একটি সম্মান প্রদর্শনযোগ্য আন্তর্জাতিক দিবস। এই দিবস সমাজ ও পরিবারে মায়ের গুরুত্ব ও অবদানের কথা স্মরণ করিয়ে দেয়। পৃথিবীর মধুরতম ডাক ‘মা’—ছোট এই শব্দের ভেতরে লুকিয়ে থাকে গভীর স্নেহ, মমতা ও নিঃস্বার্থ ভালোবাসা।”

তারেক রহমান আরও বলেন, “বহু দেশ ও সংস্কৃতি এই দিবস উদযাপন করে মাতৃত্বের প্রতি উৎসর্গিত এক অনন্য মাত্রা তৈরি করেছে। আজকের দিনে আমি বাংলাদেশের সব মায়েসহ বিশ্বের সব মাকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। কামনা করি তাদের সুখ, শান্তি ও সমৃদ্ধি।”

তিনি বলেন, “রাষ্ট্রের গণতান্ত্রিক বিকাশ এবং সমাজ গঠনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ভূমিকা অনস্বীকার্য। তার নেতৃত্বে বিএনপি’র শাসনামলে নারী শিক্ষার ব্যাপক প্রসার ঘটেছিল। মেয়েদের স্কুল থেকে ঝরে পড়া ঠেকাতে নানা উদ্যোগ গ্রহণ করেছিলেন। নারী শিক্ষার আলোকবর্তিকা, ‘গণতন্ত্রের মা’ বেগম খালেদা জিয়াকে আজকের এই দিনে জানাই গভীর শ্রদ্ধা।”

পোস্টের শেষে তারেক রহমান প্রত্যাশা ব্যক্ত করে বলেন, “সকল মা যেন তাদের সন্তানদের যোগ্য ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সক্ষম হন। জাতির ভবিষ্যৎ যাতে আরও উজ্জ্বল হয়, সেই দায়িত্ব সুমাতার হাতেই।”

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button