Top Newsজাতীয়

আজ বিশ্ব মা দিবস

মোহনা অনলাইন

বিশ্বজুড়ে শ্রদ্ধা, কৃতজ্ঞতা ও নিঃস্বার্থ ভালোবাসা প্রকাশের দিন আজ। আজ বিশ্ব মা দিবস। প্রতি বছর মে মাসের দ্বিতীয় রবিবার দিনটি পালন করা হয় মায়ের প্রতি সম্মান জানাতে। যুক্তরাষ্ট্রে সূচনা হলেও আজ বাংলাদেশসহ বিশ্বের বহু দেশেই দিবসটি পালন করা হয় নানা আয়োজন ও আবেগঘন মুহূর্তে।

এই দিনে সন্তানেরা মায়ের প্রতি ভালোবাসা জানাতে কেউ ফুল, কেক কিংবা উপহার নিয়ে আসে। কেউ আবার মায়ের পছন্দের রান্না করে তাকে খুশি করার চেষ্টা করে। তবে মা দিবস যেন শুধু একটি দিনের মধ্যে সীমাবদ্ধ না থাকে। কারণ, একজন মা যে ভালোবাসা, ত্যাগ ও যত্ন দিয়ে সন্তানকে বড় করে তোলেন—তার ঋণ কোনো দিনেই শোধ করা সম্ভব নয়। তাই মাকে ভালোবাসা ও সম্মান জানানো উচিত প্রতিদিন, প্রতিটি মুহূর্তে।

বিশ্বে মা দিবসের সূচনা হয় যুক্তরাষ্ট্রে, সমাজকর্মী জুলিয়া ওয়ার্ড হোই-এর হাত ধরে। ১৮৭০ সালে আমেরিকার গৃহযুদ্ধের সময় তিনি শান্তির আহ্বান জানিয়ে একটি ঘোষণাপত্র লেখেন, যা “মাদারস ডে প্রোক্লেমেশন” নামে পরিচিত। সেখানে নারীর সামাজিক ও রাজনৈতিক দায়িত্ব নিয়ে তিনি স্পষ্ট বক্তব্য রাখেন।

পরবর্তীতে যুদ্ধ শেষে অনাথদের সেবা ও সমাজ গঠনে কাজ করেন মার্কিন সমাজকর্মী অ্যান মারিয়া রিভস জার্ভিস ও তার মেয়ে আনা মেরি জার্ভিস। ১৯০৫ সালে মায়ের মৃত্যুর পর আনা মায়ের স্বপ্ন বাস্তবায়নে মা দিবস উদযাপন শুরু করেন। ১৯০৮ সালে পশ্চিম ভার্জিনিয়ার একটি গির্জায় তিনি তার মায়ের স্মরণে প্রথম অনুষ্ঠান আয়োজন করেন। যদিও সে সময় মার্কিন কংগ্রেস মা দিবসকে সরকারি ছুটি হিসেবে স্বীকৃতি দিতে অস্বীকৃতি জানায়, তবুও আনা হার মানেননি। তার নিরলস প্রচেষ্টার ফলস্বরূপ ১৯১৪ সালে মার্কিন প্রেসিডেন্ট উড্রো উইলসন মে মাসের দ্বিতীয় রবিবারকে আনুষ্ঠানিকভাবে মা দিবস ঘোষণা করেন এবং দিনটি সরকারি ছুটি হিসেবে স্বীকৃতি পায়। এরপর ধীরে ধীরে বিশ্বের বিভিন্ন দেশেও এই দিনটি মা দিবস হিসেবে পালিত হতে থাকে।

বিশ্বের বিভিন্ন ভাষায় ‘মা’ শব্দটির উচ্চারণেও রয়েছে এক অসাধারণ মিল। সবগুলোতেই শুরু হয় ‘ম’ বা ‘এম’ ধ্বনি দিয়ে। যেমন: জার্মান ভাষায় মুটার, ওলন্দাজে ময়েদার, ইতালিয়ানে মাদ্রে, চীনা ভাষায় মামা, প্রাচীন মিশরীয় ভাষায় মাত, সোয়াহিলিতে মামা, হিন্দি ও বাংলায় মা।

শুধু মানুষই নয়, প্রকৃতির প্রায় সব প্রাণীর মধ্যেই মাতৃত্বের অসাধারণ রূপ দেখা যায়। মা পাখির ডানায় ছায়া, মা বাঘিনীর সাহসিকতা, মা হাতির স্নেহ—সব মিলিয়ে মাতৃত্ব যেন এক সর্বজনীন ভালোবাসা। যা সভ্যতার সীমা ছাড়িয়ে এক অবিনাশী সম্পর্কের নাম।

মাতৃত্ব মানে ভালোবাসার স্নিগ্ধ ছায়া, স্নেহের পরশ আর নিরন্তর আত্মত্যাগ। মা দিবস হোক শুধুই এক দিনের আনুষ্ঠানিকতা নয়, বরং প্রতিটি দিন হোক মায়ের প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতার প্রতিফলন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button