Top Newsজাতীয়

জনগণকে সেবাদানে ঢাকার প্রতিটি থানা হবে রোল মডেল: ডিআইজি

মোহনা অনলাইন

ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক ঢাকার প্রতিটি থানাকে জনগণের সেবাদানে রোল মডেল হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, “ঢাকার প্রতিটি থানা, ফাঁড়ি ও জেলা পুলিশ সার্কেল অফিসসহ সব পুলিশ কার্যালয়ে অভিযোগ বাক্স স্থাপন করা হবে। আমি নিজেই রেঞ্জের ৯৮টি থানার সেবা কার্যক্রম মনিটর করব। ইতোমধ্যে থানাগুলোতে সিসিটিভি স্থাপন করা হয়েছে। ঢাকার সব থানা হবে জনগণের।”

রোববার (১১ মে) বেলা ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রেঞ্জ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় রেঞ্জের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

ডিআইজি মল্লিক বলেন, “বিগত সময়ের কিছু উচ্চাভিলাষী ও অপেশাদার কর্মকর্তার কারণে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। তবে বর্তমান বাংলাদেশ পুলিশ অতীতের সেই পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়িয়েছে এবং দেশের আইন-শৃঙ্খলা রক্ষা করছে। এতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনুসের অবদান অনস্বীকার্য।”

তিনি আরও বলেন, “ঢাকা রেঞ্জ পুলিশ হলো দেশের অন্যতম প্রাচীন, বৃহত্তম ও গুরুত্বপূর্ণ ইউনিট। ১৮২৯ সালে ঢাকা বিভাগ গঠিত হয় এবং রংপুর ব্যতীত সব বিভাগের সঙ্গে এই রেঞ্জের সীমানা রয়েছে। রাজধানী ঢাকাকে ঘিরে থাকা জেলাগুলোও এই রেঞ্জের আওতাধীন। এই ইউনিটের দায়িত্ব পেয়ে নিজেকে সম্মানিত বোধ করছি।”

জনগণের জন্য কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে ডিআইজি বলেন, “ভুক্তভোগী ও অসহায় মানুষের কথা আমি সরাসরি শুনতে চাই। থানাকে সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসার স্থানে পরিণত করাই আমাদের লক্ষ্য।”

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button