সামাজিক মাধ্যম ঘেঁটে বোঝা যায়, শিশুশিল্পী সিমরিন লুবাবার জীবন ও আচারে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। ইদানীং তাকে প্রায়শই ধর্মীয় পোশাকে দেখা যায়, যা থেকেই ধারণা করা যায়—সে এখন ইসলামী জীবনব্যবস্থার অনুসারী।
নিজেও সে বিষয়টি স্পষ্ট করে জানিয়েছে। সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে লুবাবা লিখেছে, “আমার এই পরিবর্তন প্রায় এক বছরের। অনেক ভিডিওতে আমি বলেছি—‘This change is just for Allah, not for people.’”
লুবাবা আরও জানায়, সে এখন এতটাই ধর্মপরায়ণ যে যেকোনো পরিস্থিতিতেই নামাজ আগে আদায় করে, তারপর অন্য কাজে হাত দেয়। তার ভাষ্যে, “আমি যেসব ব্র্যান্ডের সঙ্গে কাজ করি, তারা জানেন—যদি কাজের সময় নামাজ পড়ে, আমি আগে নামাজ শেষ করি, তারপর কাজ।”
তিনি আরও বলেন, “যেসব ব্র্যান্ড আমাকে এই লুকে গ্রহণ করে, কেবল তাদের সঙ্গেই আমি কাজ করছি।”



