আলোচিত টিকটক কনটেন্ট নির্মাতা লায়লা আখতার ফের আলোচনায়। এবার তিনি সহকর্মী টিকটকার প্রিন্স মামুনের বিরুদ্ধে মারধরের অভিযোগ এনেছেন। তার দাবি, মামুনের শারীরিক নির্যাতনের কারণে তিনি গর্ভপাতের শিকার হয়েছেন।
রোববার (১১ মে) গভীর রাতে “মামুনকে নিয়ে এটাই লায়লার শেষ কথা” শিরোনামে একটি ভিডিও প্রকাশ করেন লায়লা। সেখানে তিনি বলেন, “সবসময় আমাকে ভিলেন বানানো হয়েছে। কিন্তু একজন প্রাপ্তবয়স্ক মানুষকে আটকে রাখা যায় না। আমি যদি খারাপ হতাম, তাহলে মামুন বারবার আমার কাছে ফিরত না।”
লায়লা অভিযোগ করেন, “আমি মামুনকে মাদক, মদ এবং নারীসঙ্গ থেকে বিরত থাকতে বলতাম। এই কারণেই আমাকে খারাপ বানানো হয়েছে। এমনকি ২০২৩ সালে আমাকে হত্যার উদ্দেশ্যে হামলাও চালানো হয়েছিল।”
সবচেয়ে গুরুতর অভিযোগে তিনি বলেন, “প্রিন্স মামুন আমার পেটে লাথি মেরে আমার অনাগত সন্তানকে নষ্ট করেছে। তবুও আমি তার বিরুদ্ধে কোনো অভিযোগ করিনি। সে আমার কাছ থেকে বড় অঙ্কের টাকা নিয়েছে। গাড়ি-বাড়ি কেনার দাবিও জানিয়েছে। এমনকি গতকালও সে বাসায় এসে গালিগালাজ করেছে।”
ভিডিওতে মামুনের প্রতি ভালোবাসার কথাও উঠে আসে। লায়লা বলেন, “আমি তাকে অন্ধভাবে ভালোবাসতাম, বিশ্বাস করতাম। সে যদি বলত ডান, আমি সেটাই ডান বলতাম।”
এর আগে, প্রিন্স মামুন এক ফেসবুক লাইভে লায়লার বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলেন। লাইভে তাকে গালিগালাজ করতেও শোনা যায়। এর জবাবেই লায়লা এই ভিডিও প্রকাশ করেন।



