Top Newsরাজনীতি

জাতীয় পার্টিসহ ১৪ দলকে নিষিদ্ধের দাবি

মোহনা অনলাইন

গণহত্যায় অভিযুক্ত আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের বাকি ১৩ দল এবং জাতীয় পার্টিকে (জাপা) নিষিদ্ধের দাবি জানিয়েছে গণ অধিকার পরিষদ।

সোমবার নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ দাবি জানান দলটির উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ। তিনি বলেন, “আওয়ামী লীগের জোটসঙ্গী ১৪ দলের অন্যান্য দল এবং জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা উচিত। একইসঙ্গে জাপার চেয়ারম্যান জি.এম. কাদেরসহ শীর্ষ নেতাদের গ্রেপ্তার করতে হবে।”

প্রসঙ্গত, ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে রবিবার রাতে সরকার আওয়ামী লীগের সব কর্মকাণ্ড নিষিদ্ধের সিদ্ধান্ত নেয়। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, দ্রুতই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button