
সোমবার অস্ত্রবিরতির পর প্রথমবারের মতো আলোচনায় বসতে চলেছে ভারত ও পাকিস্তান। স্থানীয় সময় দুপুর ১২টায় দুই দেশের সামরিক বাহিনীর ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশনস (ডিজিএমও) পর্যায়ের এই বৈঠক অনুষ্ঠিত হবে। আলোচনার বিষয়বস্তু নিয়ে ইতিমধ্যে জল্পনা শুরু হয়েছে।
ভারতের পক্ষ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক মন্তব্য না এলেও, পাকিস্তান আলোচনায় যেসব বিষয় তুলতে চায় তার আভাস দিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। তিনি জানিয়েছেন, পাকিস্তান মূলত তিনটি বিষয় নিয়ে আলোচনায় বসতে চায়—সিন্ধু জলচুক্তি, সন্ত্রাসবাদ দমন এবং কাশ্মীর সমস্যা।
এর আগে রবিবার সন্ধ্যায় ভারতের তিন বাহিনী একটি যৌথ সাংবাদিক সম্মেলন করে। সেখানে উপস্থিত ছিলেন ভারতীয় সেনার ডিজিএমও লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাই। তিনি সোমবারের বৈঠকে পাকিস্তানি সেনার ডিজিএমও-র সঙ্গে আলোচনা করবেন। তবে ভারত আলোচনায় কোন কোন বিষয় তুলবে, সে বিষয়ে ঘাই কোনও মন্তব্য করেননি।
এক ঘণ্টার বেশি সময় ধরে চলা ওই সাংবাদিক সম্মেলনে ভারত দাবি করে, ‘অপারেশন সিঁদুর’-এর মূল লক্ষ্য ছিল জঙ্গিঘাঁটি ধ্বংস করা। পাকিস্তানের হামলার জবাবেই পাল্টা পদক্ষেপ নিতে হয়েছে বলেও জানানো হয়। আগ্রাসী মনোভাব বরদাস্ত করা হবে না—এটি স্পষ্ট বার্তা দেয় ভারতীয় সেনা।
ভারতীয় সেনার ডিজিএমও জানান, শনিবার অস্ত্রবিরতি লঙ্ঘনের ঘটনায় হটলাইনে বার্তা দেওয়া হয়েছে পাকিস্তানকে। এই পরিস্থিতিতে সোমবারের বৈঠকে অস্ত্রবিরতি রক্ষা এবং সন্ত্রাসবাদ দমন নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা প্রবল।