
জুলাই-আগস্টের গণহত্যায় গুলি চালানোর নির্দেশের অভিযোগে শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন জমা দেন।
জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলনে গুলি চালিয়ে হত্যার নির্দেশ দেওয়ার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে।
সোমবার (১২ মে) বেলা ১১টার দিকে তদন্ত সংস্থার কোঅর্ডিনেটর ও তদন্ত কর্মকর্তারা চিফ প্রসিকিউটর মুহাম্মদ তাজুল ইসলামের কাছে এ প্রতিবেদন হস্তান্তর করেন। তদন্তে শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই মাসে সংঘটিত গণহত্যার নির্দেশ দেওয়ার প্রমাণ পাওয়া গেছে বলে জানা গেছে।
চিফ প্রসিকিউটরের দপ্তর সোমবারই এ বিষয়ে আনুষ্ঠানিক ব্রিফিং করবে। ব্রিফিংয়ে প্রতিবেদনটির মোট পৃষ্ঠা সংখ্যা, তদন্তের বিষয়বস্তু ও অভিযোগের বিস্তারিত প্রকাশ করা হবে।
উল্লেখ্য, চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি ট্রাইব্যুনাল শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত ২০ এপ্রিলের মধ্যে শেষ করার নির্দেশ দেয়। পরে তদন্তের পরিসর বাড়িয়ে আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আবদুল্লাহ আল মামুনকেও অন্তর্ভুক্ত করা হয়।
এ ছাড়া গত বছরের ১৭ ডিসেম্বর জুলাই-আগস্টের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ ৪৬ জনের বিরুদ্ধে তদন্ত দুই মাসের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছিল ট্রাইব্যুনাল।
চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম এর আগে এক ফেসবুক পোস্টে জানিয়েছিলেন, তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের মাধ্যমে শেখ হাসিনার বিচার শুরু হবে।