
আজ সোমবার সকালে জাতীয় ঐকমত্য কমিশন সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ সংস্কারের মাধ্যমে জবাবদিহিমূলক রাষ্ট্র পুনর্গঠনে দলগুলোকে বড় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন ।
তিনি আরও বলেন, “২০২৪ সালের অভ্যুত্থানের পর এ আকাঙ্ক্ষা বাস্তবায়নে সকলের সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত রাখা জরুরি। এখনই জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনের উপযুক্ত সময়।”
এ সময় গণতান্ত্রিক বাম ঐক্যের নেতারা সংস্কারের পক্ষে নিজেদের অবস্থান তুলে ধরে বলেন, “প্রস্তাবিত সংস্কারে সমাজতন্ত্রের একটি সুস্পষ্ট রূপরেখা থাকা উচিত।” তাদের মতে, “এই দেশের খেটে খাওয়া মানুষের অধিকার প্রতিষ্ঠায় সমাজতন্ত্রই একমাত্র কার্যকর পথ।”