Top Newsজাতীয়

আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন

মোহনা অনলাইন

আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্ত গেজেট প্রকাশের ওপর নির্ভর করছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

সোমবার (১২ মে) সকালে রাজধানীতে বিদেশি একটি সংস্থার প্রতিনিধির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, “সূর্য উঠলে দেখতে পাবেন, আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে। সরকার গেজেট প্রকাশ করলেই আমরা সিদ্ধান্ত নেব। এখনো সরকার গেজেট প্রকাশ করেনি, তাই নির্বাচন কমিশনও এ বিষয়ে এখনো কিছু ভাবেনি।”

তিনি আরও বলেন, “আমরা গেজেটের জন্য অপেক্ষা করছি। পত্র-পত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে তো ইসি কোনো সিদ্ধান্ত নিতে পারে না। গেজেট অনুযায়ীই সিদ্ধান্ত হবে।”

এর আগে, চলমান ছাত্র-জনতা ও বিভিন্ন রাজনৈতিক দলের আন্দোলনের প্রেক্ষিতে গত শনিবার (১০ মে) আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে অন্তর্বর্তীকালীন সরকার। ওই দিন রাত ১১টায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠক শেষে সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল জানান, “আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংশোধনী অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। এই সংশোধনীর মাধ্যমে ট্রাইব্যুনাল কোনো রাজনৈতিক দল, তার অঙ্গসংগঠন বা সমর্থক গোষ্ঠীকে শাস্তি দিতে পারবে।”

তিনি আরও বলেন, “বাংলাদেশ আওয়ামী লীগ ও তাদের নেতাদের বিচার শেষ না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা, সার্বভৌমত্ব, জুলাই আন্দোলনের নেতাকর্মী এবং ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের নিরাপত্তার স্বার্থে আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সন্ত্রাসবিরোধী আইনের অধীনে সাইবার স্পেসসহ দলের কার্যক্রমও এই নিষেধাজ্ঞার আওতায় পড়বে।”

আইন উপদেষ্টা আরও জানান, এ বিষয়ে প্রয়োজনীয় পরিপত্র পরবর্তী কর্মদিবসে জারি করা হবে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button