যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর জম্মু-কাশ্মিরসহ সব সীমান্ত এলাকায় সেনা উপস্থিতি হ্রাসে একমত হয়েছে ভারত ও পাকিস্তান। সোমবার (১২ মে) দুই দেশের সামরিক বাহিনীর মিলিটারি অপারেশন্স বিভাগের প্রধানদের (ডিজিএমও) মধ্যে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়।
পাকিস্তানের জাতীয় দৈনিক ডন-এর বরাতে জানা গেছে, পূর্ব নির্ধারিত সময়সূচি পরিবর্তন করে বিকেল সাড়ে ৪টায় বৈঠকে বসেন পাকিস্তানের ডিজিএমও মেজর জেনারেল কাশিফ আবদুল্লাহ ও ভারতের ডিজিএমও লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাই। প্রায় ৪৫ মিনিট স্থায়ী এই বৈঠকে সীমান্তে সেনা কমানোর বিষয়ে দুই পক্ষ একমত হন।
বৈঠক শেষে আনুষ্ঠানিক কোনো বিবৃতি না দিলেও বিভিন্ন সূত্র জানিয়েছে, আপাতত সীমান্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিত করবে ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) ও পাকিস্তানের রেঞ্জার্স। সেনাবাহিনী থাকবে পেছনে, তবে সংঘাতের পরিস্থিতি সৃষ্টি না হলে তারা সামনে আসবে না।
এছাড়া সিদ্ধান্ত হয়েছে, সীমান্তরেখার এক কিলোমিটারের মধ্যে কোনো হেলিকপ্টার এবং ১০ কিলোমিটারের মধ্যে কোনো যুদ্ধবিমান প্রবেশ করতে পারবে না।
পেহেলগাম হামলার পর ৭ থেকে ১০ মে পর্যন্ত সীমান্তে উত্তেজনা চলতে থাকে। এরপর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দুই পরমাণু শক্তিধর দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয়। যুদ্ধবিরতির পর এটিই প্রথম সামরিক পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক।



