Top Newsআন্তর্জাতিক

পরিবর্তন আসছে নীতিমালায়, কঠিন হচ্ছে যুক্তরাজ্যে অভিবাসন

মোহনা অনলাইন

যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টি নতুন অভিবাসন নীতিমালার ঘোষণা দিয়েছে। প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জানিয়েছেন, এ উদ্যোগের মাধ্যমে ব্রিটেনের সীমান্তের উপর ‘নিয়ন্ত্রণ ফিরিয়ে আনার’ অঙ্গীকার বাস্তবায়ন করা হবে। আজ সোমবার বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।

নতুন নীতিমালা অনুযায়ী, যুক্তরাজ্যে কমপক্ষে ১০ বছর স্থায়ীভাবে বসবাস না করলে কেউ অভিবাসনের জন্য যোগ্য বিবেচিত হবেন না। বর্তমানে এই সময়সীমা পাঁচ বছর।

এ ছাড়া, ইংরেজি ভাষায় দক্ষতার মানদণ্ড আরও কঠোর করা হবে। পোষ্য কোটায় অভিবাসন করতে ইচ্ছুক প্রাপ্তবয়স্কদেরও ইংরেজি ভাষার প্রাথমিক জ্ঞানের প্রমাণ দিতে হবে।

প্রধানমন্ত্রী স্টারমার বলেন, “আমাদের দেশে যারা আসতে চায়, তাদের সমাজের অংশ হতে হবে এবং আমাদের ভাষা শিখতে হবে। অভিবাসন প্রক্রিয়ার প্রতিটি ধাপ—কাজ, পরিবার ও পড়াশোনার মানদণ্ড—আরও কঠোর করা হবে, যাতে আমাদের হাতে নিয়ন্ত্রণ থাকে।”

তিনি আরও জানান, এসব নীতির প্রয়োগ হবে আগের যেকোনো সময়ের চেয়ে কঠোর। বিশ্লেষকদের মতে, অভিবাসীর সংখ্যা কমানো এবং কট্টর ডানপন্থি দলগুলোর জনপ্রিয়তা হ্রাস করতেই এই পদক্ষেপ নিয়েছে লেবার পার্টি।

স্টারমার বলেন, “আমি সীমান্ত উন্মুক্ত পরীক্ষার অবসান চাই। এই পরীক্ষামূলক নীতির ফলে আগের কনজারভেটিভ সরকারের সময়ে অভিবাসীর সংখ্যা ১০ লাখের বেশি বেড়েছিল।”

আজ সোমবার দিনের পরবর্তী অংশে সরকারের অভিবাসন বিষয়ক শ্বেতপত্র পার্লামেন্টে উপস্থাপন করা হবে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button