Top Newsঢাকাসংবাদ সারাদেশ

সোহরাওয়ার্দী উদ্যানে ছুরিকাঘাতে ঢাবি শিক্ষার্থী নিহত

মোহনা অনলাইন

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ছুরিকাঘাতে শাহরিয়ার আলম সাম্য (২৫) নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। মঙ্গলবার (১৩ মে) দিবাগত রাত ১২টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে রাত সাড়ে ১২টায় চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত শাহরিয়ার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা বিভাগের মাস্টার্সের ১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি স্যার এফ রহমান হলের আবাসিক শিক্ষার্থী এবং তার বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়া থানায়।

নিহতের সহপাঠী রাফি জানান, রাত আনুমানিক ১২টার দিকে শাহরিয়ার মুক্তমঞ্চের পাশ দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় আরেকটি মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগে। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে অজ্ঞাত সাত-আটজন দুর্বৃত্ত এসে শাহরিয়ারকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শাহরিয়ারকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনাটি শাহবাগ থানা পুলিশকে অবহিত করা হয়েছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button