
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো চট্টগ্রাম সফরে গেছেন। মঙ্গলবার (১৪ মে) সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।
সফরের শুরুতেই তিনি চট্টগ্রাম বন্দরের অপারেশনাল কার্যক্রম পরিদর্শন করেন এবং নিউমুরিং কনটেইনার টার্মিনালের (এনসিটি) ৫ নম্বর ইয়ার্ডে বন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
প্রধান উপদেষ্টা বলেন, “বহুদিন ধরেই চট্টগ্রাম আসার ইচ্ছা ছিল। এখানে আমি বড় হয়েছি। বন্দরের বর্তমান পরিস্থিতি নিয়ে দীর্ঘদিন ধরে চিন্তা করছি। এটা এখনো বিশ্বমানের বন্দর হয়ে উঠতে পারেনি—এটা দুঃখজনক। আমাদের অর্থনীতির অগ্রগতির জন্য একটি আধুনিক, দক্ষ ও সক্ষম বন্দর অপরিহার্য। চট্টগ্রাম বন্দর বাংলাদেশের অর্থনীতির হৃদপিণ্ড, কিন্তু এ হৃদপিণ্ড আজ দুর্বল। একে শক্তিশালী না করলে দেশের অর্থনীতিও দুর্বল থাকবে।”
তিনি আরও বলেন, “এ বন্দর শুধু বাংলাদেশের জন্য নয়, প্রতিবেশী দেশের জন্যও গুরুত্বপূর্ণ। যেমন নেপালের মতো ল্যান্ডলকড দেশের জন্য আমাদের বন্দর ব্যবহারের সুযোগ রয়েছে। এতে উভয় পক্ষই লাভবান হবে। তাই এ বন্দরকে বিশ্বমানের করে তুলতে হবে।”
নৌপরিবহন উপদেষ্টা ড. সাখাওয়াত হোসেন বলেন, “প্রধান উপদেষ্টার সফর আমাদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি শৈশব থেকেই এই বন্দর চেনেন ও অনুভব করেন। গত আট মাসে আমি বহুবার বন্দরে এসেছি এবং যেকোনো উন্নয়ন প্রকল্প উপস্থাপন করলে তিনি আন্তরিকভাবে সহযোগিতা করেছেন। বন্দরের প্রতি তার মমত্ববোধ আমাদের অনুপ্রাণিত করে।”