Top Newsআন্তর্জাতিক

ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে দেশকে সজাগ থাকতে হবে: ইমরান খান

মোহনা অনলাইন

ভারতের সঙ্গে সাম্প্রতিক সংঘাতের প্রসঙ্গ টেনে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও বর্তমানে কারাবন্দি বিরোধী নেতা ইমরান খান বলেছেন, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে দেশকে সতর্ক থাকতে হবে।

বিশ্বকাপজয়ী সাবেক এই ক্রিকেট তারকা বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অবশ্যই প্রতিশোধ নেবেন, এবং সে বিষয়ে জাতিকে সজাগ থাকতে হবে। একইসঙ্গে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের সশস্ত্র বাহিনীর উপযুক্ত জবাবের প্রশংসাও করেন তিনি।

বুধবার (১৪ মে) পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, কারাবন্দি ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ করেছেন তার বোন আলেমা খান। সাক্ষাতে ভারতের সঙ্গে সাম্প্রতিক সংঘাত নিয়েও আলোচনা হয়।

আলেমা খান জানান, “তিনি (ইমরান খান) আমাদের বলেছেন— যুদ্ধ বা এই ধরনের পরিস্থিতিতে তাৎক্ষণিক ও উপযুক্ত জবাব দেওয়া জরুরি। তিনি আরও বলেন, দেশ ও জাতির সতর্ক থাকা উচিত, কারণ (ভারতের প্রধানমন্ত্রী) মোদি প্রতিশোধ নিতে পারেন।”

এদিকে, পিটিআইয়ের কেন্দ্রীয় তথ্য সম্পাদক শেখ ওয়াকাস আকরাম এক বিবৃতিতে বলেন, ইমরান খান মনে করেন, ভারতের বিরুদ্ধে সশস্ত্র বাহিনীর জবাব শুধু জাতির মনোবলই বাড়ায়নি, বরং কারাগারে বন্দিদের মনোবলও চাঙা করেছে।

তবে তিনি জোর দিয়ে বলেন, সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান সতর্ক করেছেন যে— মোদির প্রতারণামূলক ও অবিশ্বস্ত আচরণের কারণে ভারতের আগ্রাসন এবং সংঘাতের পুনরাবৃত্তির আশঙ্কা থেকেই যায়।

ইমরান খান হুঁশিয়ারি দিয়ে বলেন, “ভবিষ্যতেও ভারতের পক্ষ থেকে বারবার আগ্রাসনের ঘটনা ঘটতে পারে, কারণ মোদির আচরণ বিশ্বাসযোগ্য নয়।”

অন্যদিকে, পিটিআই চেয়ারম্যান ব্যারিস্টার গোহর আলী খান বলেন, “যদি ভারতের মতো প্রতিদ্বন্দ্বীর সঙ্গে যুদ্ধবিরতি হতে পারে, তাহলে নিজেদের রাজনৈতিক প্রতিপক্ষের সঙ্গে আলোচনা করতে বাধা কোথায়?”

তিনি আরও বলেন, “আঞ্চলিক উন্নয়নের জন্য শান্তি অপরিহার্য। তাই আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত ভারত-পাকিস্তানের মধ্যে আলোচনা এগিয়ে নিতে সহায়তা করা।”

গোহর আলী খান জানান, পিটিআই সবসময়ই দেশ ও জনগণের কল্যাণে গঠনমূলক সংলাপে অংশ নিতে প্রস্তুত। “সরকার যদি একটি সর্বদলীয় সম্মেলন ডাকে, তাহলে পিটিআইয়ের রাজনৈতিক কমিটি সেখানে অংশগ্রহণ নিয়ে চিন্তাভাবনা করবে,” বলেন তিনি।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button