Top Newsজাতীয়

মাহফুজ ভাইয়ের সঙ্গে যা ঘটল, তাতে হতাশ হয়েছি : উপদেষ্টা আসিফ

মোহনা অনলাইন

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলমকে লক্ষ্য করে বোতল নিক্ষেপের ঘটনায় হতাশা প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বুধবার রাতে ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, “কয়েক ঘণ্টা আগে মাহফুজ ভাইয়ের সঙ্গে যা ঘটল, তাতে আমি হতাশ। চাইলে তিনি বলতে পারতেন, এটি আমার মন্ত্রণালয়ের বিষয় নয়। কিন্তু তিনি তা করেননি।”

আসিফ মাহমুদ বলেন, “সরকারে আমাদের নিজস্ব দায়িত্ব ছাড়াও অনেক অতিরিক্ত কাজ থাকে। তারপরও ছাত্রদের সমস্যা, আন্দোলনের সমাধান ও যৌক্তিক দাবি আদায়ে আমরা সবসময় সচেষ্ট থাকি। অন্য মন্ত্রণালয়ের বিষয়েও মাঝে মাঝে সেতুবন্ধনের চেষ্টা করি।”

তিনি আরও লেখেন, “আজকের সোহরাওয়ার্দী উদ্যানের ঘটনাটি আমার দপ্তরের আওতায় না পড়লেও দায়িত্ববোধ থেকেই আমি উদ্যোগ নিয়েছি।”

এর আগে রাত ১০টার দিকে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের তিন দফা দাবিতে চলমান আন্দোলন নিয়ে কথা বলার সময়, শিক্ষার্থীদের মধ্য থেকে মাহফুজ আলমের মাথায় পানির বোতল ছুঁড়ে মারা হয়। তিনি তখন কথা শেষ না করেই স্থান ত্যাগ করেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button