Top Newsজাতীয়

ইশরাককে মেয়র পদে বসানোর দাবিতে দ্বিতীয় দিনের মতো সড়কে অবস্থান

মোহনা অনলাইন

বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র পদে দায়িত্ব দেওয়ার দাবিতে দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন বিক্ষোভকারীরা। বৃহস্পতিবার (১৫ মে) সকালে গুলিস্তানে ডিএসসিসির প্রধান কার্যালয় নগর ভবনের সামনে এই কর্মসূচি শুরু হয়। এতে গুলিস্তান মাজার থেকে বঙ্গবাজারমুখী সড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।

‘ঢাকার সাধারণ ভোটারদের আয়োজনে নগর ভবন অবরোধ, আয়োজনে: নগরবাসী’ ব্যানারে বিভিন্ন ওয়ার্ড থেকে অংশগ্রহণকারীরা মিছিল নিয়ে নগর ভবনের সামনে জড়ো হন।

আন্দোলনকারীরা অভিযোগ করেন, আদালতের রায় এবং নির্বাচন কমিশনের গেজেট প্রকাশের পরও ইশরাক হোসেনকে মেয়র হিসেবে দায়িত্ব দেওয়া হচ্ছে না। তারা জানান, শপথ অনুষ্ঠান ছাড়াই দায়িত্ব আটকে রাখা হয়েছে, যা জনরায়ের অবমাননা। এ অবস্থান কর্মসূচি অনির্দিষ্টকাল চলবে বলে জানান তারা।

উল্লেখ্য, ২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ডিএসসিসি নির্বাচনে বিএনপির প্রার্থী ইশরাক হোসেন আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপসের কাছে পরাজিত হন। তবে গত ২৭ মার্চ ট্রাইব্যুনাল ওই ফলাফল বাতিল করে ইশরাককে বৈধ মেয়র ঘোষণা করে। এরপর ২২ এপ্রিল গেজেট প্রকাশের আগে আইন মন্ত্রণালয়ের পরামর্শ চায় নির্বাচন কমিশন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button