পেহেলগামে সন্ত্রাসী হামলার পর সোচ্চার হয়েছিলেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার। এবার ভারত-পাক উত্তেজনার আবহে আরও একবার সেনাবাহিনীর প্রতি শ্রদ্ধা জানিয়ে অভিনব উদ্যোগ নিলেন ‘খিলাড়ি’ অক্ষয়। ভারতের প্রতিরক্ষা বাহিনীর ‘অপারেশন সিঁদুর’-এর সফলতায় ‘জয় মহাকাল’ ধ্বনি তুলে সেনাদের সাহসিকতাকে কুর্নিশ জানান তিনি।
সম্প্রতি নিজের ফেসবুক, ইনস্টাগ্রাম ও এক্স (প্রাক্তন টুইটার) প্রোফাইলের ছবি বদলে দিয়ে তাতে জ্বলজ্বল করতে থাকা ভারতীয় তেরঙ্গা পতাকা বসিয়েছেন অভিনেতা। এই প্রতীকী পদক্ষেপে আবারও দেশপ্রেমের পরিচয় দিলেন তিনি।
উল্লেখযোগ্যভাবে, গত বছরই ‘কানাডিয়ান কুমার’ তকমা ঝেড়ে ফেলে ভারতীয় নাগরিকত্ব অর্জন করেছেন অক্ষয়। দীর্ঘদিন ধরে নাগরিকত্ব পাওয়ার জন্য অপেক্ষা করতে হয়েছিল তাকে। তবে আইনি স্বীকৃতি না থাকলেও শুরু থেকেই দেশমাতৃকার জন্য নিজের ভালবাসা প্রকাশ করেছেন তিনি—পর্দায় যেমন, তেমন বাস্তবেও।
তার এই দেশভক্তির বার্তা মন ছুঁয়েছে অনুরাগীদের। কেউ প্রশংসা করে বলছেন, “প্রোফাইলে তেরঙ্গা মানেই মনে ভারত”, আবার কেউ তাকে মনোজ কুমারের যোগ্য উত্তরসূরী বলে ‘ভারত কুমার ২’ উপাধিতেও ভূষিত করেছেন।



