
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যান গেট এলাকায় ভাসমান দোকান উচ্ছেদ শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। আজ বৃহস্পতিবার সকাল ১১টা থেকে এই অভিযান শুরুর কথা থাকলেও, বাস্তবে তা শুরু হয় তার আগেই।
অভিযানের শুরুতেই ডিএসসিসির ভেকু মেশিন দিয়ে সব দোকানপাট গুঁড়িয়ে দেওয়া হয় এবং অবশিষ্ট মালামাল ট্রাকে তুলে নেওয়া হয়। অনেক ব্যবসায়ী তাদের জিনিসপত্র সরিয়ে নিতে পারলেও, অনেকেই সরানোর সুযোগ পাননি।
শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) খালিদ মনসুর জানান, সোহরাওয়ার্দী উদ্যানের ভেতরের সব অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, “এসব স্থাপনায় মাদক কেনাবেচা ও সেবনের অভিযোগ রয়েছে। তাই রাজউকের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে।”
প্রসঙ্গত, গত মঙ্গলবার রাত ১২টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানে মোটরসাইকেল সংঘর্ষের জেরে কথা কাটাকাটির একপর্যায়ে ছুরিকাঘাতে গুরুতর আহত হন ঢাবি শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য (২৫)। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত সাড়ে ১২টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এই ঘটনায় রাতেই নিরাপদ ক্যাম্পাস ও দ্রুত বিচার দাবিতে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।