
সম্প্রতি অনলাইনে প্রকাশিত হয়েছে বলিউড অভিনেতা আমির খানের আসন্ন সিনেমা ‘সিতারে জামিন পার’-এর ট্রেলার। তবে প্রথম ঝলক প্রকাশের পর থেকেই এটি বিতর্কের মুখে পড়ে। কাশ্মীর ইস্যুকে কেন্দ্র করে সিনেমাটি বয়কটের ডাক দিয়েছেন ভারতের একাংশের নাগরিক। এবার উঠে এসেছে গল্প চুরির অভিযোগ।
সিনেমাটিতে একজন বাস্কেটবল কোচের চরিত্রে অভিনয় করছেন আমির খান। ট্রেলারে দেখা যায়, আইনি জটিলতায় পড়ে তাকে শাস্তিস্বরূপ একদল বিশেষ চাহিদাসম্পন্ন কিশোরকে বাস্কেটবল প্রশিক্ষণ দেওয়ার দায়িত্ব দেওয়া হয়। এই গল্পের সঙ্গে হুবহু মিল রয়েছে ২০২৩ সালে মুক্তি পাওয়া হলিউড ছবি ‘চ্যাম্পিয়নস’-এর, যেখানে একই ধরনের চরিত্রে অভিনয় করেছেন উডি হ্যারেলসন।
এই মিলকে কেন্দ্র করেই উঠেছে চিত্রনাট্য চুরির অভিযোগ। সামাজিক মাধ্যমে একাধিক সমালোচক লিখেছেন, “বলিউড এখন মৌলিকতার বিরোধী। দক্ষিণী বা হলিউড থেকে গল্প নিয়ে শুধু গান ঢুকিয়ে সিনেমা বানায়।” তবে সমর্থকরাও পিছিয়ে নেই। তারা পাল্টা যুক্তি দিয়েছেন, “হলিউডের ‘চ্যাম্পিয়নস’ নিজেই ২০১৮ সালে মুক্তি পাওয়া স্প্যানিশ ছবি ‘ক্যাম্পেয়োনেস’-এর রিমেক।”
একজন মন্তব্য করেছেন, “আমির খানের প্রযোজনা সংস্থা ‘ক্যাম্পেয়োনেস’-এর হিন্দি সংস্করণ নির্মাণের আইনি স্বত্ব নিয়েই ‘সিতারে জামিন পার’ তৈরি করেছে।”