নয়াদিল্লির সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে ছয়টি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তান। শনিবার (৬ মে) ও রবিবার (৭ মে) রাতে এ অভিযান চালানো হয় বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।
পাঞ্জাব প্রদেশের কামরা বিমান ঘাঁটি পরিদর্শনে গিয়ে তিনি বলেন, “এটি পাকিস্তান বিমান বাহিনীর অসাধারণ দক্ষতা এবং সশস্ত্র বাহিনীর অটল সংকল্পের প্রকৃষ্ট উদাহরণ।”
শাহবাজ শরিফ আরও জানান, ভূপাতিত যুদ্ধবিমানগুলোর মধ্যে রয়েছে তিনটি ফরাসি নির্মিত রাফায়েল, একটি রাশিয়ান সুখোই এসইউ-৩০, একটি মিগ-২৯ এবং একটি মিরাজ ২০০০।
এছাড়া পাকিস্তানি প্রতিরক্ষা বাহিনী মোট ৮৫টি ভারতীয় ড্রোন ধ্বংস করেছে বলেও দাবি করা হয় প্রতিবেদনে। ধ্বংস হওয়া ড্রোনগুলোর মধ্যে রয়েছে একটি ইসরায়েলি হেরন ইউএভি এবং ৮৪টি কোয়াডকপ্টার ও নজরদারি ড্রোন।
এর আগে এক যৌথ সংবাদ সম্মেলনে পাকিস্তান সামরিক বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী ও পাকিস্তান বিমান বাহিনীর (পিএএফ) সিনিয়র কর্মকর্তা এয়ার ভাইস মার্শাল আওরঙ্গজেব আহমেদ জানান, চলমান সংঘাতে ভারতীয় বিমান বাহিনীর বিরুদ্ধে ৬-০ ব্যবধানে জয় পেয়েছে পিএএফ।
এভিএম আওরঙ্গজেব বলেন, “পিএএফ যুদ্ধকালীন ও শান্তিকালীন পরিস্থিতিতে সর্বদা প্রস্তুত ছিল। বিমান বাহিনী প্রধানের নির্দেশনা অনুসারে আমরা পাকিস্তানের ওপর আক্রমণকারীদের বিরুদ্ধে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করেছি।”
তিনি আরও জানান, “পাকিস্তানের বিমান প্রতিরক্ষা অভিযানের আওতায় সব ভারতীয় ড্রোন ও ক্ষেপণাস্ত্র ট্র্যাক করে যথাযথভাবে ধ্বংস করা হয়েছে। আমরা শত্রুপক্ষের ড্রোন জ্যাম করেছি, তাদের ডেটা ট্রান্সমিশন ব্যাহত করেছি এবং সফলভাবে প্রতিরক্ষা কৌশল প্রয়োগ করেছি।”



