Top Newsজাতীয়

সৌদি আরবে পৌঁছেছেন ৪৪ হাজার ৭১৮ হজযাত্রী

মোহনা অনলাইন

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে এখন পর্যন্ত ১১৫টি ফ্লাইটে মোট ৪৪ হাজার ৭১৮ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।

বৃহস্পতিবার (১৬ মে) হজ ব্যবস্থাপনা পোর্টালের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়, এ পর্যন্ত তিনটি এয়ারলাইনসের ১১২টি ফ্লাইটে এই হজযাত্রীরা সৌদি আরবে গিয়েছেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিচালিত ফ্লাইট ৫৫টি, সৌদি এয়ারলাইনসের ৩৯টি এবং ফ্লাইনাস এয়ারলাইনসের ১৮টি।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৫ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ থেকে হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার ফ্লাইট শুরু হয়েছে গত ২৯ এপ্রিল এবং চলবে ৩১ মে পর্যন্ত।

এ বছর বাংলাদেশ থেকে মোট ৮৭ হাজার ১০০ জন হজযাত্রী সৌদি আরবে যাওয়ার কথা রয়েছে। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় যাচ্ছেন ৫ হাজার ২০০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় যাচ্ছেন ৮১ হাজার ৯০০ জন।

হজ সম্পন্ন করে হজযাত্রীদের দেশে ফেরার ফ্লাইট শুরু হবে ১০ জুন এবং শেষ হবে ১০ জুলাই।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button