বিনোদন

৫ মাস পর প্রেক্ষাগৃহে জয়া আহসানের নতুন সিনেমা

মোহনা অনলাইন

পুরো বিশ্ব যখন কোভিড মহামারির আগ্রাসনে বিপর্যস্ত, ঠিক সেই সময় মাত্র ১৫ দিনের মধ্যে শেষ হয়েছিল ‘জয়া আর শারমিন’ সিনেমার দৃশ্যধারণ। পাঁচ বছর পর অবশেষে আলো দেখছে এই চলচ্চিত্রটি। দুই নারীর সম্পর্কভিত্তিক গল্প নিয়ে নির্মিত ‘জয়া আর শারমিন’ আগামী মাসে মুক্তি পেতে যাচ্ছে প্রেক্ষাগৃহে।

পরিচালক পিপলু এক বিজ্ঞপ্তিতে জানান, মহামারির সময় সীমিত লোকবল নিয়ে একটি বাড়ির ভেতরে শুটিং করা হয়েছিল ‘জয়া আর শারমিন’-এর। সিনেমাটিতে অভিনয় করেছেন জয়া আহসান, মোহসিনা আক্তার ও তানজিম সাইয়ারা তটিনী।

পরিচালক পিপলুর ভাষায়, “মহামারির সময় একটি বাড়িতে আটকে পড়া দুই নারী—জয়া ও শারমিন—নিজেদের মধ্যে গড়ে তোলে ছোট্ট একটি জগৎ। সেই আবদ্ধ জগতে তারা খুঁজে নেয় এক ধরনের নিরাপত্তা ও নির্ভরতা। তবে বাইরের কঠিন বাস্তবতা ধীরে ধীরে তাদের সম্পর্কেও ফাটল ধরায়। বন্ধুত্ব, ভয়, সাহস আর হারানোর অনুভূতির মিশেলে তৈরি হয়েছে সিনেমার আখ্যান।”

তিনি আরও বলেন, “সংকটকালে মানবিক সম্পর্কের সূক্ষ্ম পরিবর্তনগুলো ফুটে উঠেছে এই গল্পে। একাকীত্ব কীভাবে ভরসা ও নির্ভরতার জন্ম দেয়, তা-ই এই সিনেমার মূল উপজীব্য।”

সিনেমাটি নিয়ে জয়া আহসান বলেন, “এটি দুজন নারীর অচেনা ভুবনের গল্প। আমাদের অন্তর্জগতের ঘাত–প্রতিঘাত আর অনুক্ত অনুভূতির এক ধরনের ডকুমেন্টেশন বলা যায়। অদ্ভুত এক সময়ে শুট করা ছোট্ট একটি সিনেমা, তবে দর্শকের অনুভূতিতে নাড়া দেবে বলেই বিশ্বাস করি।”

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button