Top Newsখেলাধুলা

ব্রাজিলের ফুটবল-প্রধানকে অপসারণের আদেশ আদালতের

মোহনা অনলাইন

ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) সভাপতি এদনাল্দো রদ্রিগেজ ও গোটা বোর্ডকে সরিয়ে দেওয়ার আদেশ দিয়েছেন রিও দে জেনেইরোর একটি আদালত। বৃহস্পতিবার ঘোষিত এই রায়ে মূল অভিযোগ হলো, একটি সন্দেহজনক জালিয়াতির মাধ্যমে বর্তমান নেতৃত্ব ক্ষমতা গ্রহণ করেছে।

মামলার কেন্দ্রে রয়েছে একটি চুক্তি, যেখানে অভিযোগ অনুযায়ী সিবিএফের সাবেক সভাপতি আন্তোনিও কার্লোস নুনেস ডি লিমার স্বাক্ষর জাল করে চুক্তিটি সম্পাদিত হয় রড্রিগেজের সঙ্গে। সেই জাল চুক্তির ভিত্তিতেই বর্তমান বোর্ড সিবিএফের বিভিন্ন পদে দায়িত্ব গ্রহণ করে।

বিচারক গ্যাব্রিয়েল ডি অলিভেরা জেফিরো রায়ে সিবিএফের সহ-সভাপতি ফার্নান্দো জোসে সারনিকেকে তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব দিয়েছেন, যিনি নতুন নেতৃত্ব নির্বাচনের প্রক্রিয়া তদারকি করবেন।

এর আগে, ২০২৩ সালের ডিসেম্বরে রড্রিগেজকে একবার অপসারণ করা হলেও এক মাস পর বিচারপতি গিলমার মেন্ডেস, ব্রাজিল জাতীয় দলের সম্ভাব্য ফিফা নিষেধাজ্ঞার আশঙ্কায়, তাকে পুনর্বহালের নির্দেশ দেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button