যুক্তরাষ্ট্রের পণ্যে সব ধরনের শুল্ক মওকুফ করে দিয়ে বাণিজ্য চুক্তির প্রস্তাব দিয়েছে ভারত—মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন দাবিকে সরাসরি অস্বীকার করেছে নয়াদিল্লি।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর এক বিবৃতিতে বলেন, “যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা এখনো চলমান। যতক্ষণ না তা চূড়ান্ত হয়, কোনো মন্তব্য করা সময়ের আগেই রায় দেওয়া হবে।”যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা সব ধরনের পণ্যের ওপর থেকে ভারত শুল্ক তুলে নিতে রাজি হয়েছে– মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন দাবি দ্রুততার সঙ্গে নাকচ করেছে ভারত সরকার।
উল্লেখ্য, ২০২৪ সালের এপ্রিলে যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা শুরু হয়। তখন ট্রাম্প ৯০ দিনের জন্য উচ্চ শুল্ক আরোপ স্থগিত রাখেন, যার মেয়াদ শেষ হবে আগামী ৯ জুলাই। এ সময়ের মধ্যেই নয়াদিল্লি চুক্তি সম্পন্ন করতে চায়।
এরই মধ্যে যুক্তরাষ্ট্র ও চীন পারস্পরিকভাবে আরোপিত শুল্ক হ্রাসের বিষয়ে একমত হয়েছে। যুক্তরাষ্ট্র চীনা পণ্যে শুল্ক ১৪৫ শতাংশ থেকে কমিয়ে ৩০ শতাংশ এবং চীন যুক্তরাষ্ট্রের পণ্যে শুল্ক ১২৫ শতাংশ থেকে ১০ শতাংশে নামাবে।
ভারতও কিছু মার্কিন পণ্যের ওপর শুল্ক কমিয়েছে, যেমন বার্বন হুইস্কি ও বড় মোটরসাইকেল। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের বাণিজ্য ঘাটতি এখনো প্রায় ৪৫ বিলিয়ন ডলার, যা কমিয়ে আনতে চায় ট্রাম্প প্রশাসন।
ভারতীয় বাণিজ্য বিশ্লেষক অজয় শ্রীবাস্তব বলেন, “যদি যুক্তরাষ্ট্রও শুল্ক প্রত্যাহারে রাজি হয়, ভারত ৯০ শতাংশ পণ্যে শুল্ক শূন্য করতে পারে।”
তবে অটোমোবাইল ও কৃষিপণ্যের মতো স্পর্শকাতর খাতে ভারত এখনো ছাড় দিতে নারাজ। সম্প্রতি ভারত যুক্তরাজ্যের সঙ্গে একটি বাণিজ্য চুক্তি করেছে, যেখানে হুইস্কি ও গাড়ির ওপর শুল্ক কমানো হয়েছে। পাশাপাশি ইউরোপীয় ফ্রি ট্রেড অ্যাসোসিয়েশন (ইফটা) ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গেও মুক্ত বাণিজ্য চুক্তির উদ্যোগ নিয়েছে নয়াদিল্লি।



