বিনোদন

নতুন দ্বৈত গানে মাহতিম সাকিব ও তারান্নুম আফরিন

মোহনা অনলাইন

নতুন দ্বৈত গান নিয়ে শ্রোতাদের সামনে হাজির হয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী মাহতিম সাকিব ও তারান্নুম আফরিন। গানের শিরোনাম ‘তোমার টানে’।

ফয়সাল রাব্বিকীনের কথায় গানটির সুর ও সংগীত করেছেন ভারতের সৌরভ বাবাই চক্রবর্তী। মিউজিক ভিডিওসহ গানটি প্রকাশ পেয়েছে তারান্নুম আফরিনের ইউটিউব চ্যানেলে। গানচিত্রটি পরিচালনা করেছেন শুভ্র মেহরাজ। এতে মডেল হিসেবে অভিনয় করেছেন কামরুল ও জিনাত।

এর আগেও এই জুটির গান শ্রোতাপ্রিয়তা পেয়েছে। নতুন গানটি প্রসঙ্গে মাহতিম বলেন, ‘রোমান্টিক হলেও গানটির কথা ও সুরে রয়েছে ভিন্নতা। প্রথম শুনতেই ভালো লেগেছিল। আমার বিশ্বাস, “তোমার টানে” শ্রোতাদের মন ছুঁয়ে যাবে।’

তারান্নুম আফরিন বলেন, ‘প্রত্যাশা নিয়ে গানটি করেছি। সবার অনেক পরিশ্রম রয়েছে এতে। দর্শক-শ্রোতাদের ভালো লাগবে বলেই আশাবাদী।’

সঙ্গীত পরিচালক সৌরভ বাবাই চক্রবর্তী বলেন, ‘একটি ভালো কাজ উপহার দেওয়ার চেষ্টা করেছি। শিল্পী, গীতিকবি ও মিউজিশিয়ানসহ সবাইকে কৃতজ্ঞতা। শ্রোতাদের একটু ভালো লাগলেই আমাদের পরিশ্রম সার্থক।’

গীতিকবি ফয়সাল রাব্বিকীন জানান, ‘একটি ভালো গান তৈরি করার লক্ষ্য থেকেই “তোমার টানে” লেখা। সৌরভ দাদার সুর অসাধারণ, আর মাহতিম ও তারান্নুম গানটিতে চমৎকার গায়কী উপহার দিয়েছেন।’

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button