Top Newsঢাকাসংবাদ সারাদেশ

বাড্ডায় গ্যাস লিকেজে একই পরিবারের শিশুসহ দগ্ধ ৫

মোহনা অনলাইন

রাজধানীর বাড্ডার দক্ষিণ আনন্দ নগরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন। শুক্রবার (১৬ মে) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে আনসার ক্যাম্প বাজারের পাশে একটি বাসায় এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন—তোফাজ্জল মিয়া (৪৫), তার স্ত্রী মঞ্জুরা বেগম (৩৫) ও তাদের তিন কন্যা তানজিলা (১১), মিথিলা (৭) এবং তানিশা (৪)। তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান বলেন, “রাতে বাড্ডা থেকে নারী ও শিশুসহ পাঁচজনকে দগ্ধ অবস্থায় আমাদের এখানে আনা হয়েছে। তাদের ড্রেসিং চলছে। দগ্ধের পরিমাণ এখনই বলা সম্ভব নয়।”

আহত তোফাজ্জল মিয়া ঠাকুরগাঁও সদরের চিলা রং গ্রামের স্থায়ী বাসিন্দা। বর্তমানে তিনি দক্ষিণ আনন্দনগরে একটি তিনতলা ভবনের নিচতলায় পরিবারসহ বসবাস করতেন এবং একটি সিমেন্টের ফ্যাক্টরিতে লেবার হিসেবে কাজ করতেন।

প্রতিবেশী মো. শরীফ জানান, “রাতের দিকে রান্নার সময় চুলায় দেয়াশলাই জ্বালাতেই ঘরে জমে থাকা গ্যাস বিস্ফোরিত হয়। এতে তোফাজ্জল ভাই, তার স্ত্রী এবং তাদের তিন মেয়ে দগ্ধ হন। পরে আমরা দ্রুত তাদের হাসপাতালে নিয়ে আসি।”

দগ্ধদের অবস্থার আপডেট পরে জানানো হবে বলে চিকিৎসকেরা জানিয়েছেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button