Top Newsজাতীয়

আজ খোলা সরকারি অফিস

মোহনা অনলাইন

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি চাকরিজীবীরা এবার টানা ১০ দিনের ছুটি পাচ্ছেন। ছুটি শুরু হবে ৫ জুন থেকে এবং শেষ হবে ১৪ জুন পর্যন্ত। তবে এই দীর্ঘ ছুটির সমন্বয় করতে চলতি মাসের দুইটি শনিবার—১৭ মে ও ২৪ মে সরকারি অফিস খোলা থাকবে।

জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে গত ৭ মে জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়, নির্বাহী আদেশে ১১ ও ১২ জুন (বুধবার ও বৃহস্পতিবার) অতিরিক্ত ছুটি ঘোষণা করা হয়েছে। এরই ধারাবাহিকতায় ১৭ মে ও ২৪ মে (দুইটি শনিবার) অফিস খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে করে ঈদের আগে পর্যাপ্ত অফিস কার্যক্রম সম্পন্ন করা সম্ভব হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি সব অফিসই ছুটিকালীন বন্ধ থাকবে। তবে ১৭ ও ২৪ মে সপ্তাহান্তের ছুটির দিন হলেও এসব অফিস খোলা থাকবে।

তবে জরুরি সেবা—যেমন বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস, বন্দর, পরিচ্ছন্নতা, টেলিফোন, ইন্টারনেট, ডাক সেবা এবং সংশ্লিষ্ট যানবাহন ও কর্মীরা ছুটির আওতার বাইরে থাকবেন। একইসঙ্গে হাসপাতাল ও চিকিৎসাসেবা এবং ওষুধ ও চিকিৎসা সামগ্রী পরিবহণের সঙ্গে সংশ্লিষ্টরা এ ছুটির বাইরে থাকবেন।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, জরুরি প্রয়োজনে সংশ্লিষ্ট অফিসগুলোও খোলা থাকবে এবং সেবা প্রদান নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button