Top Newsআন্তর্জাতিক

ইসরায়েলের হামলায় গাজায় একদিনে নিহত ১১৫

মোহনা অনলাইন

গাজা উপত্যকায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) টানা বিমান অভিযানে গত ২৪ ঘণ্টায় নিহত হয়েছেন অন্তত ১১৫ জন ফিলিস্তিনি এবং আহত হয়েছেন আরও অন্তত ২১৬ জন।

গতকাল সন্ধ্যায় গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বিবৃতিতে আরও জানানো হয়, ধ্বংসস্তূপের নিচে অনেক মানুষ চাপা পড়ে থাকায় প্রকৃত হতাহতের সংখ্যা আরও বেশি হতে পারে।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের ইসরায়েল সীমান্তে অতর্কিত হামলার পরপরই গাজায় অভিযান শুরু করে আইডিএফ। এখন পর্যন্ত দেড় বছরের এই অভিযানে মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৩ হাজার ১১৯ জন এবং আহত হয়েছেন ১ লাখ ২০ হাজার ২১৪ জন। নিহত ও আহতদের মধ্যে প্রায় ৫৬ শতাংশই নারী ও শিশু।

চলতি বছরের জানুয়ারিতে যুদ্ধবিরতি ঘোষণা করলেও, গত ১৮ মার্চ থেকে আবারও অভিযান শুরু করে আইডিএফ। দ্বিতীয় দফার এই অভিযানে গত দুই মাসে প্রাণ হারিয়েছেন অন্তত ২ হাজার ৯৮৫ জন ফিলিস্তিনি এবং আহত হয়েছেন ৮ হাজার ১৭৩ জন।

হামাস কর্তৃক আটককৃত ২৫১ জন জিম্মির মধ্যে এখনও অন্তত ৩৫ জন জীবিত রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। আইডিএফ জানিয়েছে, সামরিক অভিযান চালিয়ে তাদের মুক্ত করার লক্ষ্যেই চলমান এই অভিযান।

এদিকে, জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের একাধিকবার আহ্বানের পরও অভিযান বন্ধে রাজি হয়নি ইসরায়েল। বরং প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু স্পষ্ট করেছেন, হামাসকে পুরোপুরি নিঃশেষ না করা পর্যন্ত অভিযান চলবে।

ইতোমধ্যে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ এনে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মামলা করেছে কয়েকটি দেশ।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button