ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে লং মার্চ টু সচিবালয় কর্মসূচি পালন করছেন তার সমর্থকরা। ‘ঢাকাবাসী’ ব্যানারে আজ (১৭ মে) সকাল থেকেই রাজধানীর গুলিস্তানে নগরভবনের সামনে জড়ো হতে থাকেন তারা।
সমাবেশে অংশগ্রহণকারীরা ‘শপথ নিয়ে টালবাহানা চলবে না’, ‘অবিলম্বে ইশরাক হোসেনের শপথ চাই’, ‘জনতার মেয়র ইশরাক ভাই, অন্য কোনো মেয়র নাই’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন। ব্যানার-প্ল্যাকার্ড হাতে বিক্ষোভকারীরা বলেন, আদালতের রায় মেনে ইশরাক হোসেনকে দ্রুত দায়িত্ব দিতে হবে।
এর আগে এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছিল, ঢাকা দক্ষিণ সিটির সাধারণ ভোটারদের পক্ষ থেকে নাগরিকরা এই কর্মসূচি পালন করবেন।
উল্লেখ্য, ২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির প্রার্থী ইশরাক হোসেন আওয়ামী লীগ প্রার্থী শেখ ফজলে নূর তাপসের কাছে পরাজিত হন। তবে গেল ২৭ মার্চ আদালতের এক রায়ে সেই ফল বাতিল করে ইশরাক হোসেনকে বৈধ মেয়র ঘোষণা করা হয়।
নতুন এ রায়ের পর থেকেই ইশরাকপন্থীরা তার শপথ গ্রহণ ও দায়িত্ব হস্তান্তরের দাবি জানিয়ে আসছেন।



