
বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে বাংলাদেশের রাজধানী ঢাকা। আজ (১৭ মে) সকাল সাড়ে ৯টায় বায়ুর মান পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক সংস্থা ‘এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI)’-এর তথ্যে ঢাকার স্কোর ছিল ১৫৬, যা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত।
একই তালিকায় শীর্ষ স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর শহর, যার AQI স্কোর ১৯৩। দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের রাজধানী দিল্লি (১৬০) এবং চতুর্থ স্থানে রয়েছে চীনের চেঙডু (১৫৪)। এই স্কোর অনুযায়ী, সংশ্লিষ্ট শহরগুলোর বাতাস সংবেদনশীল গোষ্ঠীর জন্য ঝুঁকিপূর্ণ।
AQI অনুযায়ী, ১০১ থেকে ২০০ পর্যন্ত স্কোর ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়, ২০১ থেকে ৩০০ স্কোর ‘খুব অস্বাস্থ্যকর’ এবং ৩০১ থেকে ৪০০ স্কোর ‘বিপজ্জনক’ হিসেবে ধরা হয়, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি।
বাংলাদেশে AQI নির্ধারণ করা হয় পাঁচটি মূল দূষণ উপাদানের ভিত্তিতে: বস্তুকণা (PM-১০ ও PM-২.৫), নাইট্রোজেন ডাই-অক্সাইড (NO₂), কার্বন মনো-অক্সাইড (CO), সালফার ডাই-অক্সাইড (SO₂) এবং ওজোন (O₃)। এর মধ্যে PM-২.৫ সবচেয়ে ক্ষতিকর, যা হৃদরোগ ও ক্যান্সারের মতো প্রাণঘাতী রোগ সৃষ্টি করতে পারে।
বিশেষজ্ঞদের মতে, পুরোনো যানবাহন, শিল্প কারখানা, তাপ বিদ্যুৎ কেন্দ্র এবং আবাসিক এলাকায় রান্নায় ব্যবহৃত জ্বালানির কারণে বায়ু দূষণ বাড়ছে। বিশেষ করে শীতকালে ঢাকার বাতাসের মান আরও খারাপ হয়ে যায়, যদিও বর্ষাকালে কিছুটা উন্নতি দেখা যায়।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুসারে, বায়ু দূষণের কারণে প্রতি বছর বিশ্বজুড়ে প্রায় ৭০ লাখ মানুষের মৃত্যু ঘটে, যা পরিস্থিতির ভয়াবহতাকে চোখে আঙুল দিয়ে দেখায়।