ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, সারা বিশ্ব ভারতীয় সেনাবাহিনীর প্রশংসা করছে। তিনি দাবি করেছেন, স্বাধীনতার পর এই প্রথমবার ভারতের সশস্ত্র বাহিনী পাকিস্তানের ভেতরে ১০০ কিলোমিটার পর্যন্ত অভিযান চালিয়ে জবাব দিয়েছে।
অমিত শাহ আরও উল্লেখ করেন, ‘অপারেশন সিন্দুর’ নামে চালানো এই অভিযানে প্রায় ১০০ সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে বলে তিনি দাবি করেছেন। তিনি বলেন, শনিবার ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটের গান্ধীনগরের কোলাভাডা গ্রামে এক জনসভায় এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেন, পাকিস্তানভিত্তিক সন্ত্রাসীদের দমন করতে ভারতীয় সেনাবাহিনী কেবল তাদের ঘাঁটিই গুঁড়িয়ে দেয়নি, বরং ১৫টি সামরিক স্থাপনাও ধ্বংস করেছে, যার ফলে পাকিস্তান বিমান বাহিনীর পাল্টা জবাব দেওয়ার ক্ষমতাও কমে গেছে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দৃঢ় সিদ্ধান্ত ও সাহসিকতায় সারা বিশ্ব এখন ভারতীয় সেনাবাহিনীর সক্ষমতার প্রশংসা করছে। অমিত শাহ জানান, প্রধানমন্ত্রী মোদি দেশের নারীদের সম্মান জানিয়ে এই অভিযানের নাম দিয়েছেন ‘অপারেশন সিন্দুর’। এই অপারেশন মূলত পেহেলগামের হামলার জবাব। গত ২২ এপ্রিল পেহেলগামে নিরীহ ২৬ জন ভারতীয় নাগরিককে নির্মমভাবে হত্যা করে বন্দুকধারীরা।
অমিত শাহ বলেন, “আজ ভারতের বার্তা স্পষ্ট — আমাদের নাগরিকদের লক্ষ্যবস্তু করলে আমরা দ্বিগুণ শক্তিতে জবাব দেবো।” তিনি দাবি করেন, পাকিস্তানের পাল্টা হামলার সময় ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম এতটাই কার্যকর ছিল যে, কোনও ড্রোন বা ক্ষেপণাস্ত্র ভারতীয় ভূখণ্ডে আঘাত করতে পারেনি।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, মোদির শাসনকালে উরি, পুলওয়ামা ও পেহেলগামের মতো বড় সন্ত্রাসী হামলার জবাবে ভারত ‘কড়া সামরিক প্রতিক্রিয়া’ দেখিয়েছে, যা বিশ্বজোড়া আলোচিত হয়েছে এবং পাকিস্তানের জন্য তা ‘আতঙ্কের কারণ’ হয়ে দাঁড়িয়েছে।



