আজ রোববার (১৮ মে) সুপ্রিম কোর্টের আইনজীবী জুয়েল আজাদ একটি রিট আবেদন করেন, যেখানে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভেঙে “রাজস্ব নীতি বিভাগ” ও “রাজস্ব প্রশাসন বিভাগ” নামে দুটি পৃথক বিভাগ গঠনের জন্য জারি করা অধ্যাদেশের বৈধতা চ্যালেঞ্জ করা হয়। রিটে আইন সচিব ও অর্থ সচিবকে বিবাদী করা হয়েছে। আবেদনে বলা হয়, অধ্যাদেশটি সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক এবং আইনগত কর্তৃত্ববহির্ভূত, তাই এর ওপর স্থগিতাদেশের আবেদন জানানো হয়েছে। এছাড়া, এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের জন্য সংসদীয় প্রক্রিয়া অনুসরণ না করে আইনানুযায়ী প্রয়োজনীয় আলোচনা বা মতামত গ্রহণ করা হয়নি। শুনানির জন্য দ্বৈত বেঞ্চ গঠন করা হয়েছে, যেখানে বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজী উপস্থিত থাকবেন। জুয়েল আজাদ বলেন, এনবিআর ছিল একটি সুপ্রতিষ্ঠিত প্রতিষ্ঠান। এর দক্ষতা বৃদ্ধির জন্য সংস্কার করা যেত, কিন্তু সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা না করে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া গণতান্ত্রিক ও সংবিধানসম্মত নয়। রিটে দাবি করা হয়, সংসদীয় প্রক্রিয়া ছাড়া এই সিদ্ধান্ত কার্যকর করা এবং অধ্যাদেশের বৈধতা বিষয়টি আদালতের মাধ্যমে পর্যালোচনা করা জরুরি, যা ভবিষ্যতে আইনি ভিত্তি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। প্রসঙ্গত, গত ১২ মে অন্তর্বর্তীকালীন সরকার এই অধ্যাদেশ জারি করে এনবিআর বিলুপ্ত করে দুটি নতুন বিভাগ গঠনের ঘোষণা দেয়।