রাজধানী ঢাকা যেন এখন আন্দোলনের নগরীতে পরিণত হয়েছে। প্রতিদিনই রাজপথে দেখা যাচ্ছে নানা দাবি-দাওয়া নিয়ে ছুটে আসা বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে। শিক্ষা, চাকরি, হত্যার বিচার, শেয়ারবাজার, বেতন, জাতীয়করণসহ নানা ইস্যুতে চলছে মিছিল, অবস্থান, ঘেরাও, অবরোধ আর আলটিমেটাম। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, যানজট ও জনদুর্ভোগ রাজধানীবাসীর নিত্যসঙ্গী হয়ে দাঁড়িয়েছে।
সাম্য হত্যার বিচার দাবিতে উত্তাল শাহবাগ, ৪৮ ঘণ্টার আলটিমেটাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইইআর শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচারের দাবিতে ফের উত্তাল হয়েছে শাহবাগ। রোববার শিক্ষার্থীরা মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করে থানায় গিয়ে বৈঠক করেন। আন্দোলনে সংহতি প্রকাশ করেন উপাচার্য ও প্রক্টর। পুলিশ একজনকে গ্রেপ্তার ও ছয়দিনের রিমান্ডে নেওয়ার কথা জানায়।
এদিকে বিশ্ববিদ্যালয়ের বিএনপি-জামায়াতপন্থি শিক্ষকদের সংগঠন ‘সাদা দল’ সাম্য হত্যার বিচার দাবিতে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়ে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে।
ইশরাককে মেয়রের দায়িত্ব দিতে নগরভবন ব্লকেড
ঢাকা দক্ষিণ সিটির মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনের শপথের দাবিতে নগরভবনে চতুর্থ দিনের মতো অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। আজ সোমবার নগরভবন ব্লকেডের ঘোষণা দেওয়া হয়েছে। আন্দোলনকারীরা অভিযোগ করেছেন, সরকারের টালবাহানায় শপথ অনুষ্ঠান বিলম্বিত হচ্ছে।
২০২০ সালের নির্বাচনে হেরে গেলেও নির্বাচন ট্রাইব্যুনালের রায়ে মেয়র হিসেবে ঘোষিত হন ইশরাক। গেজেট প্রকাশ হলেও শপথ না হওয়ায় চরম ক্ষোভ বিরাজ করছে তার সমর্থকদের মধ্যে।
চাকরিচ্যুত সেনাসদস্যদের পুনর্বহালের দাবি, ৮ ঘণ্টার অবস্থান
চাকরিতে পুনর্বহাল, পেনশনের আওতায় আনা এবং গ্রেফতার নেতাদের মুক্তিসহ চার দফা দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে আট ঘণ্টা অবস্থান কর্মসূচি পালন করেন চাকরিচ্যুত সেনা সদস্যরা। পরে ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাদের আশ্বাসে আন্দোলন স্থগিত হয়। বলা হয়েছে, ছোট অপরাধে চাকরিচ্যুতদের পুনর্বহাল ও বড় অপরাধের ক্ষেত্রে বিবেচনার আশ্বাস দেওয়া হয়েছে।
জাতীয়করণের দাবিতে শিক্ষকদের মাউশি ঘেরাও
শিক্ষা জাতীয়করণের দাবিতে রোববার মাউশি ঘেরাও করেন এমপিওভুক্ত শিক্ষকরা। বেতন বৈষম্য, চিকিৎসা ও উৎসব ভাতাসহ সরকারি সুবিধা দাবি করেন তারা। শিক্ষকদের দাবি, সরকারি কর্মচারীদের মতো সময়মতো বেতন না পাওয়ায় তারা বঞ্চিত হচ্ছেন।
পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ, রিট বাতিলের দাবি
ক্রাফট ইনস্ট্রাক্টরদের রিট বাতিলের দাবিতে হাইকোর্টের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন পলিটেকনিক শিক্ষার্থীরা। তারা বলেন, এই রিট শিক্ষার্থী ও জুনিয়র ইনস্ট্রাক্টরদের ভবিষ্যৎ বিপন্ন করছে।



